এবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ফাইন্যান্সিয়ার (অর্থদাতা) আলিম খান ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন। অনাস্থা প্রস্তাব নিয়ে পাক শীর্ষ আ✃দালতের পর্যবেক্ষণে ইতিমধ্যেই ধাক্কা খেয়েছেন ইমরান। এর মাঝে আগাম নির্বাচনের স্বপ্ন দেখা ইমরানকে জোর ধাক্কা দিলেন আলিম খান। আলিম দাবি করেছেন, তাঁর কাছে ꦗইমরানের দুর্নীতির অনেক প্রমাণ রয়েছে। তিনি ইমরান খানকে টিভি বিতর্কে উপস্থিত হওয়ার জন্যও চ্যালেঞ্জ জানিয়েছেন।
উল♑্লেখ্য, রবিবারই ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর ইমরান খান আগাম নির্বাচনের ঘোষণা করেন। ভেঙে দেওয়া হয় পাক সংসদ। তবে আগাম নির্বাচন যদিও বা হয়ও, তার আগে ইমরান খানের ভাবমূর্তির উপর এই দুর্নীতির অভিযোগ কালো দাগের মতো থেকে যাবে। এক সংবাদ সম্মেলনে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বন্ধু ফারাহ খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন আলিম। জানা গিয়েছে, অভিযুক্ত ফারাহ দুবাই চলে গিয়েছে। পাক গণমাধ্যমের খবর অনুযায়ী, রবিবার স্বামীর সঙ্গে দুবাই গেছেন ফারাহ। এই আবহে পিটিআই নেতা বলেন, ‘ফারাহ খান দুর্নীতিতে জড়িত ছিলেন এবং পাকিস্তান ছেড়েছেন। দুর্ন♔ীতিবাজরা কার পক্ষে কাজ করছিল তা সবাই জানে। এখানে তাঁর (ইমরান খান) বিরুদ্ধে অনেক প্রমাণ রয়েছে।’
আলিম তিনি ফারাহর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘প্রদেশে সমস্ত বদলি ও নিয়োগের জন্য পঞ্জাবের মুখ্যমন্ত্রী সচিবালয়ে তিন কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছিল।’ এদিকে ইমরানের বিরুদ্ধেജ জনসমক্ষে মিথ্যা বলার অভিযোগও তুলেছেন আলিম। আলিম বলেন, ‘আপনি নয়া পাকিস্তানের নামে আমাদের কাছে মিথ্যা বলেছেন এবং উসমান বুজদার এবং চৌধুরী পারভেজ এলাহির মতো দুর্নীতিবাজ নেতাদের আমাদের মাথার উফর চাপিয়ে দিয়েছেন। আপনি নিজে এক সময় এদের পঞ্জাবের সবচেয়ে বড় চোর বলেছিলেন।’
আলিম আরও বলেন, ‘ইমরান আপনি কোন ধরনের খেলোয়াড়? আপনি ন্যায্য খেলা থেকে পালিꦡয়ে এসেছেন। আপনি একটি কাপুরুষ। গোটা দেশ দেখেছে আপনি আপনার সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এই আবহে পাকিস্তানের আস্থা হারিয়ে পালিয়ে গিয়েছেন আপনি। আমি আপনার বাড়িতে মার্কিন রাষ্ট্রদূতের সাথে দেখা করেছি। আমরা কি দেশদ্রোহী ছিলাম? কেন আপনি আমার সাথে ইউরোপীয় রাষ্ট্রদূত এবং মার্কিন কূটনীতিকের সাথে দেখা করলেন? এটা করার সময় আপনি কি দেশদ্রোহী ছিলেন না?’