🐼 Delhi Elections Results 2025: দিল্লি বিধানসভা নির্বাচনে পূর্বাঞ্চলীয় ভোটারদের একটা বড় অংশ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দিকে ঝুঁকেছেন। পূর্বাঞ্চল প্রভাবিত ১৪টি আসনের মধ্যে ১০টিতে এগিয়ে বিজেপি। এই নির্বাচনে বিজেপি ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরতে চলেছে। লাইভ হিন্দুস্তান ও হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গিয়েছে।
ꦬগত দুটি নির্বাচনে আম আদমি পার্টি (আপ) পূর্বাঞ্চলের ভোটারদের সমর্থন পেলেও এবার সেই ভোটারদের একটা বড় অংশ আপের পাশ থেকে সরে গিয়েছেন বলে মনে করা হচ্ছে। বিভিন্ন হিসেব অনুযায়ী, পূর্বাঞ্চলীয় ভোটার দিল্লির মোট ভোটারের প্রায় দুই-তৃতীয়াংশ।
কে কোথায় এগিয়ে?
💃পূর্বাঞ্চলী ভোটারদের অধ্যুষিত ১৪টি আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা।
🤡দ্বারকা- বিজেপির প্রদ্যুম্ন সিং রাজপুত এগিয়ে ৭০৩৭ ভোটে
লক্ষ্মী নগর-অভয় ভার্মা এগিয়ে ৬,৫০১ ভোটে এগিয়ে
কারাওয়াল নগর-কপিল মিশ্র এগিয়ে ৪২১২৩ ভোটে
মালব্য নগর-সতীশ উপাধ্যায় এগিয়ে ৬০৫৩ ভোটে
🎃পাটপরগঞ্জ-রবীন্দ্র সিং নেগি এগিয়ে ২২২৪৩ ভোটে এগিয়ে
রাজেন্দ্র নগর-উমঙ্গ বাজাজ ১৮১০ ভোটে এগিয়ে
রোহতাশ নগর – জিতেন্দ্র মহাজন এগিয়ে
সঙ্গম বিহার – চন্দন কুমার চৌধুরী এগিয়ে
ﷺ রেখা গুপ্তা ,পঙ্কজ কুমার সিং, অশোক গোয়েল এগিয়ে রয়েছেন বলে জানা গিয়েছে।
ꦗআম আদমি পার্টি কয়েকটি আসনে এগিয়ে রয়েছে বলে খবর।
বাবরপুর-গোপাল রাই ১৭২২১ ভোটে এগিয়ে
বুরারি-সঞ্জীব ঝা এগিয়ে ১৭২২৫ ভোটে এগিয়ে
কিরারি-অনিল ঝা এগিয়ে রয়েছেন।
💫দিল্লিতে পূর্বাঞ্চলী ভোটারদের প্রভাব বাড়ছে। বেসরকারি হিসেব অনুযায়ী, দিল্লির ১.৫৫ কোটি ভোটারের এক-তৃতীয়াংশই পূর্বাঞ্চলীয়। ভারতে সরকারি অভিবাসনের তথ্য আদমশুমারির মাধ্যমে পাওয়া যায়। ২০১১ সালের জনগণনা অনুসারে, বিহার ও উত্তরপ্রদেশ (উত্তরাখণ্ড ও ঝাড়খণ্ড সহ) থেকে দিল্লিতে অভিবাসীদের সংখ্যা ২০% থেকে বেড়ে ২৫% হয়েছে।
𒁃২০১৬-১৭ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, উত্তরপ্রদেশ থেকে দিল্লি এবং বিহার থেকে দিল্লি ছিল দেশের দুটি প্রধান অভিবাসন পথ। শীর্ষ ৩০ টি অভিবাসন পথের মধ্যে আটটি কেবল পূর্বাঞ্চলীয় থেকে দিল্লির দিকে ছিল। এই প্রবণতার উপর ভিত্তি করে ভবিষ্যতে পূর্বাঞ্চলী ভোটব্যাঙ্কের প্রভাব আরও বাড়তে পারে।
ꦺ১৯৯৩ এবং ১৯৯৮ সালে দিল্লিতে পূর্বাঞ্চলীর মাত্র দু'জন বিধায়ক থাকলেও ২০১৫ এবং ২০২০ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ এবং পরে ১০ জন। তবে ২০১৩ সালের নির্বাচনে আম আদমি পার্টি যখন প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তখন তাদের ২৮ জন বিধায়কের মধ্যে পাঁচজন পূর্বাঞ্চলীয় ছিলেন।
♏এবার বিজেপি পূর্বাঞ্চলের চারজনকে প্রার্থী দিয়েছে এবং তাদের শরিকদেরও আসন দিয়েছে। বুরারি থেকে লড়ছে জেডিইউ এবং দেওলি থেকে লোক জনশক্তি পার্টি (রামবিলাস)। বিপরীতে, আপ ১২ জন পূর্বাঞ্চলি প্রার্থী দিয়েছে, কংগ্রেস চারজনকে টিকিট দিয়েছে। দিল্লি নির্বাচনে পূর্বাঞ্চলি ভোটারদের ভূমিকা নির্ণায়ক হয়ে উঠছে। এবার প্রবণতা বিজেপির পক্ষে দেখা যাচ্ছে, তবে চূড়ান্ত ফলাফলই ঠিক করবে পূর্বাঞ্চলের ভোটাররা কাকে সমর্থন করবেন।