উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে ফের পুষ্কর সিং ধামির উপরেই আস্থা রাখল বিজেপি। তাঁকেই ফের উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো হচ্ছে। বিধায়কদের নিয়ে মিটিংয়ের পরে এদিন সন্ধ্যায় এব্যাপারে সিদ্ধান্তে আসনে বিজেপি নেতৃত্ব। এবারের ভোটে মূলত পুষ্কর সিং ধামির নেতৃত্বেই লড়াইতে নেমেছিল গেরুয়া শিবির। সেই ধামিকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হল মিটিংয়ে। কেন্দ্রীয় পর্যবেক্ষ🎉ক তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন,আমি ধামিকে শুভেচ্ছা জানিয়েছি। বিগতদিনে খুব কম সময়ের মধ্যে তিনি বিজেপিতে দাগ কেটেছিলেন। আমার আশা তাঁর নেতৃত্বে বিজেপি উত্তরাখন্ডে বড় উন্নতি করবে।
ধামি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণের জন্য় কাজ করে যাব। ২০২৫ সালের মধ্যে আদর্শ রাজ্য হবে উত্তরাখণ্ড। সেই লক্ষ্যে কাজ চালিয়ে যাব। রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর এমএম সেমওয়াল বলেন, আগামী ৫ বছর যাতে উত্তরাখণ্ডে ক্ষমতার স্থিতাবস্থা থাকে তার উপরই জোর দিচ্ছে ব🥂িজেপি। সেকারণেই পুষ্কর সিং ধামিকে বাছা হয়েছে। আসলে ধামি সম্পর্কে সেই অর্থে কোনও বিতর্ক নেই, সকলকে নিয়ে কাজ করতে পারেন, কঠিন পরিশ্রম করতে পারেন, এমন মানুষকেই মুখ্যমন্ত্রী হিไসাবে বাছতে চেয়েছে বিজেপি। খুব ভদ্র, নম্র স্বভাব, মেপে কথা বলেন, বয়সও কম, এই সব ফ্য়াক্টর তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার পেছনে কাজ করেছে।
এদিকে গোটা নির্বাচনপর্ব জুড়ে মোদী থেকে 🦩অমিত শাহ কিংবা রাজনাথ সিং সকলেই ছিলেন ৪৬ বছর বয়সী ধামির প্রশংসায় পঞ্চমুখ। তবে গত কয়েকদিন ধরেই উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল। তবে ঠাকুর জাতিভুক্ত পুষ্কর সিং ধামিকেই বেছে নিল বিজেপি। বিকালে রাজনাথ সিং সহ অন্য়ান্যরা গ𒁏িয়েছেন দেরহাদুনে ।