💜অস্ট্রেলিয়ার সিডনি থেকে জাপানের হানেদার দিকে উড়ছিল বিমানটি। এদিকে বিমান যখন মাঝআকাশে তখন আচমকাই দেখা গেল বিমানের টিভি স্ক্রিনে এমন একটা মুভি শুরু হয়েছে যা প্রাপ্তবয়স্কদের জন্যই বলা চলে। ফ্লাইট কিউএফ৫৯ -এ এই কাণ্ড। এদিকে এই সিনেমা শুরু হওয়ার পরেই যাত্রীরা কিছুটা সমস্যায় পড়ে যান। এদিকে অনেকেই শিশুদের নিয়ে ছিলেন। তারাও সেই সিনেমা দেখতে শুরু করে। সিনেমার নাম Daddio। আর সবথেকে বড় কথা হল সেই সিনেমাটা আবার বন্ধও করা যাচ্ছিল না।
💝এদিকে সেই সিনেমায় একাধিক যৌন দৃশ্য ছিল। এমন নগ্নতাও ছিল। এক যাত্রী রেডিটে লিখেছেন, সেই সিনেমাটিকে কিছুতেই বন্ধ করা যাচ্ছিল না। আর সবথেকে খারাপ বিষয় হল এই সিনেমাটি একেবারেই যথাযথ ছিল না। এদিকে প্রায় ঘণ্টাখানেক সেই মুভিটি চলে। তারপর সেই মুভিটি বদলানো সম্ভব হয়। এক যাত্রী লিখেছেন, প্রত্যেকের জন্য বেশ অস্বস্তির ছিল মুভিটি। বিশেষত ওই পরিবারের কাছে যারা সঙ্গে করে শিশুদের নিয়ে এসেছিলেন।
🌱তবে বিমান সংস্থা গোটা ঘটনা স্বীকার করে নিয়েছে। তাদের দাবি, প্রযুক্তিগত কিছু সমস্যা হয়েছিল।
ꦫনিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, যখনই বোঝা যায় যে ফিল্মটি দেখানো হচ্ছে সেটা সকলের পক্ষে উপযুক্ত নয়, তখনই ক্রু মেম্বাররা দ্রুত স্ক্রিনটি ফিক্স করার ব্যাপারে সহযোগিতা করেন যাত্রীদের। কিন্তু সেই সময় দেখা যায় সেটাও করা যাচ্ছে না, এরপর অন্য সিনেমা চালানো হয়। সেটা কিছুটা হলেও ফ্যামিলি ফ্রেন্ডলি।
🐼news.com.au-এর কাছে একটি বিবৃতিতে কোয়ান্টাসের মুখপাত্র জানিয়েছেন, আমরা ওই পরিস্থিতির জন্য ক্ষমা চাইছি। আমাদের মূল বিষয়টি হল ফ্যামিলি ফ্রেন্ডলি সিনেমা দেখানো। গোটা ফ্লাইটের জন্য এই সিনেমা চালানো ঠিক হয়নি। তবে এটার জন্য আমরা ক্ষমা চাইছি। কিন্তু কীভাবে এই সিনেমাটা চালানো হল তা নিয়ে তদন্ত করে দেখছে বিমান সংস্থা। তবে গোটা ঘটনায় বিমান যাত্রীদের মধ্য়ে শোরগোল পড়ে যায়।