আরও ভয়াবহ হয়ে উঠছে রাফাল যুদ্ধ বিমান। এবার ভারতীয় বায়ুসেনা রাফাল যুদ্ধবিমানের প্রস্তুতকারক Dassault Aviation-কে একটি বিশেষ পরামর্শ দিয়েছে। মিন্টের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, এবার ভারতে তৈরি অস্ত্র ওই বিমানের সঙ্গে সংযুক্ত করার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এবার থেকে অ্যাসট্রা এয়ার নামে ওই এয়ার মিসাইল যুক্ত থাকবে ওই যুদ্ধ বিমানের সঙ্গে। এককথায় শত্রুপক্ষের বুকে কাঁপন ধরানোর পক্ষে যথেষ্ট এই নয়া উদ্যোগ। কার্যত আরও শক্তিশালী করা হচ্ছে এই রাফাল যুদ্ধ বিমানকে।এই যুদ্ধ বিমানের প্রস্তুতকারককে বিশেষ পরামর্শ দিয়েছে ভারতীয় বায়ু সেনা। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বিশেষ অস্ত্র। আর সেই অস্ত্রই সংযুক্ত থাকবে এই রাফাল বিমানের সঙ্গে। এককথায় বিদেশের এই যুদ্ধ বিমান তৈরি হলেও সেখান আত্মনির্ভর ভারতের তত্ত্বকে প্রতিষ্ঠা করা হবে।ফ্রান্সে তৈরি এই রাফাল যুদ্ধ বিমান। তবে শুধু ভারত নয়, বিশ্বের একাধিক দেশ এই রাফাল যুদ্ধ বিমান ব্যবহার করে। ভারত, ফ্রান্স, ইজিপ্ট, কাতার সহ একাধিক দেশ এই রাফাল যুদ্ধ বিমান কিনেছে বলে খবর। এমনকী গ্রিস, ক্রোয়েশিয়া, ইউএই, ইন্দোনেশিয়া সহ একাধিক দেশ এই যুদ্ধ বিমানের বরাত দিয়েছে বলে খবর।সেই ২০২০ সাল থেকে এই অ্যাস্ট্রা এয়ার ব্যবহার করে আসছে ভারত। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ইন্ডিয়ান এয়ার ফোর্স রাফাল প্রস্তুতকারক সংস্থাকে ভারতীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র সংযুক্ত করার ব্যাপারে অনুরোধ করেছে। স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড উইপন সংযুক্ত করার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাস্ট্রা এয়ার টু এয়ার মিসাইল সেই ২০২০ সাল থেকে ভারতীয় বায়ু সেনা ব্যবহার করে আসছে। প্রতিরক্ষা দফতরের কথা উল্লেখ করে এই সংবাদ জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।দেশীয় প্রযুক্তিতে তৈরি অন্য অস্ত্রও সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে খবর। দূর পাল্লার অন্যান্য অস্ত্র সংযুক্ত করার ব্যাপারেও চিন্তাভাবনা করা হচ্ছে।এদিকে প্রতিরক্ষাক্ষেত্রে গত কয়েক বছর ধরেই আত্মনির্ভর ভারত এই ধারনাকে বাস্তবায়িত করার ব্যাপারে চেষ্টা করছে দেশ। সেকারণে বিদেশ থেকে অস্ত্র আমদানি অনেকটাই কমিয়ে দিয়েছে দেশ। এবার রাফালের ক্ষেত্রে বড় সংযোজন। রাফাল যুদ্ধ বিমানের সঙ্গেও যুক্ত হচ্ছে ভারতে তৈরি অস্ত্র। এটি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।