কুণাল গৌরবভারত জোড়ো যাত্রায় কি বিজেপি এমপি বরুণ গান্ধী অংশগ্রহণ করবেন? এনিয়ে এবার যাবতীয় জল্পনায় জল ঢেলে দিলেন খোদ রাহুল গান্ধী। তিনি বলেন, বরুণ গান্ধী কোনও একটা সময় আরএসএসের আদর্শকে মেনে নিয়েছিলেন। এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল বলেন, আমি কখনও আরএসএস অফিসে যাইনি। এটা করার আগে আমার মাথা কেটে নিতে হবে আপনাকে। আমার পরিবারের একটা আদর্শ আছে। একটি চিন্তাভাবনার সিস্টেম আছে। যদি আজ তিনি (বরুণ গান্ধী) আদর্শকে মেনে নেন আর সেটি নিজের করে নেন, তবে আমি কোনোদিন মানতে পারব না।রাহুল বলেন, তার সঙ্গে আমি দেখা করতে পারি, তাকে আলিঙ্গন করতে পারি, কিন্তু তার আদর্শকে মানতে পারি না। অসম্ভব।তিনি সাফ জানিয়ে দেন, আরএসএস ও কংগ্রেসের মধ্যে একটি আদর্শগত বিরোধ রয়েছে। অন্যদিকে আরএসএসের কাজকে বরুণ গান্ধী একটা সময় প্রশংসা করেছিলেন বলেও জানিয়েছেন রাহুল।রাহুল বলেন, অনেক বছর আগে ফিরোজ বলেছিল আরএসএস দেশে ভালো কাজ করছে। আমি তখন তাকে বলেছিলাম আমাদের পরিবারের ইতিহাসকে একবার পড়ে দেখতে। যদি তুমি পরিবারের আদর্শকে বোঝ তবে তুমি একথা বলতে না। তবে আমাদের মধ্যে কোনও ঘৃণার ব্যাপার নেই বলেও জানিয়েছেন তিনি।এদিকে বিজেপি এমপি বরুণ গান্ধী কংগ্রেসে যোগ দিতে পারেন, ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে পারেন বলে নানা জল্পনা ছড়িয়েছিল। তবে এনিয়ে যাবতীয় জল্পনায় জল ঢেলে দিয়েছেন খোদ রাহুল গান্ধী। তবে এর আগে নানা মন্তব্য করে নিজের দল বিজেপিকেই অস্বস্তিতে ফেলেছিলেন বরুণ গান্ধী। তবে এবার বরুণ সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাহুল গান্ধী নিজেই।এদিকে ভারত জোড়ো যাত্রায় সুরক্ষাবিধি ভাঙা হয়েছে সেই অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সিকিউরিটি চেকের পরেই তিনি এসেছিলেন। তবে বেশি উৎসাহ নিয়ে তিনি আলিঙ্গন করতে চাইছিলেন।এদিকে সূত্রের খবর, হোসিয়ারপুর জেলায় ভারত জোড়ো যাত্রা যাওয়ার সময় জ্যাকেট পরে একজন ব্যক্তি রাহুলকে দেখে ছুটে আসেন। তিনি আলিঙ্গন করার চেষ্টা করেন। তবে পঞ্জাবের কংগ্রেস নেতা অমরিন্দর সিং রাজা বিষয়টি বুঝতে পেরেই তাকে সরিয়ে দেন।এদিকে ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ জিএস ধিলোন জানিয়েছেন এর সঙ্গে নিরাপত্তায় গলদের কোনও ব্যাপার নেই। রাহুল গান্ধী নিজেই ওই লোকটাকে ডেকেছিলেন।