বছর ঘুরলেই ২০২৪ 𒆙লোকসভা ভোট। তাকে পাখির চোখ করে এগিয়েছে ২০২৩ বাজেট। নির্মলা সীতারামনের পেশ করা বাজেটে এদিন উঠে এসেছে🍰 রেলে বরাদ্দ করা অঙ্ক। রেল নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করা বাজেটের ভূয়সী প্রশংসা করেন অশ্বিনী বৈষ্ণব।
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘অর্থমন্ত্রী বরাদ্দ করেছেন রেলের জন্য ২.৪১ লাখ কোটি টাকা, যা এই সেক্টরের জন্য বড়সড় পরিবর্তন নিয়ে আসবে। এতে প্রতিটি যাত্রীর আকাঙ্খা পূর্ণ হবে।’ এই বাজেটকে তিনি ‘গ্রোথ ইঞ্জিন’ বলে আখ্যা দেন। অশ্বিনী বৈষ্ণব বলেন, রেল প্রতিদিন একটু একটু করে উন্নতি করছে, হচ্ছে তার পরিসরের বৃদ্ধি। তিনি জানান, ‘অমত ভারত স্টেশন’ স্কিমের আওতায় দেশের ১২৭৫টি রেলস্টেশনকে ফের নতুন করে গড়ে তোলা হচ্ছে। এছাড়াও বাড়ানো হচ্ছে বন্দে ভারত ট্রেনের সংখ্যা। বন্দে ভারত ট্রেনের উৎপাদন বৃদ্ধি নিয়েও মুখ খোলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল মন্ত্রী বলেন, '২০১৪ সালের আগে শুধু ৩ কিলোমিটার ট্র্যাক প্রতিদিন বিছানো হত, বর্তমান বছরে তা ১২ কিলোমিটার হয়েছে। পরের বছরের টার্গেট প্রতিদিন ১৬ কিলোমিটার।' রেলমন্ত্রী এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, চেন্নাই ছাড়াও বন্দো ভারত ট্রেনগুলি হরিয়ানার সোনেপত ও মহারাষ্ট্রের লাতুরে তৈরি হবে। তিনি বলেন, এরই সঙ্গে 'দেশের প্রতিটি কোণকে বন্দে ভারত দিয়ে জুড়ে দেওয়া নিয়ে নরেন্দ্র মোদীর স্বপ্ন সফল’ করা যাবে। (বেড়াতে যেতে ভালোಞবাসেন? বাজ𝄹েটে ঘোষিত নয়া পর্যটন স্কিমের খুঁটিনাটি জেনে নিন)
শুধু যে মহারাষ্ট্র, তামিলনাড়ুতে এই ট্রেন তৈরি হবে তা ন♊য়। তারসঙ্গে উত্তরপ্রদেশের রায়বরেলিতেও এই ট্রেন তৈরি হতে চলেছে। এছাড়াও দেশে হাইড্রোজেন ট্রেনের সংযুক্তি নিয়েও মুখ খোলেন অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, ‘ বাজেট যেভাবে গ্রিন গ্রোথে ফোকাস করছে, তেমনই রেলও এতে অবদান রাখবে হাইড্রোজেন ট্রেনের সংযুক্তি মাধ্যমে যা হবে ২০২৩ সালের ডিসেম্বরে। প্রথমে এটি কালকা সিমলার মতো হেরিটেজ সার্কিটে চলবে , পরে তা প্রসারিত হয়ে বিভিন্ন জায়গায় যাবে।’ রেলে কর্মসংস্থান প্রসঙ্গেও এদিন মুখ খোলেন রেলমন্ত্রী। তিনি বলেন, গত ৮ বছরে ৩৬৪০০০ জন জনের কর্মসংস্থান হয়েছে। এছাড়াও সরকার আরও ১৪৫০০০জনকে কর্মসংস্থান দিতে পদক্ষেপ করছে।
🙈এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ♑্ক //htipad.onelink.me/277p/p7me4aup