কয়েক মাসের ব্যবধানে পশ্চিমবঙ্গ দু'টি বন্দে ভারত ট্রেন পেয়েছে। একটি হাওড়া থেকে উত্তরবঙ্গের দিকে ছুটছে। অপরটি এই গতকাল থেকে ছুটতে শুরু করেছে। বাঙালিদের অন্যতম পছন্দের ছুটি কাটানোর গন্তব্য পুরীর সঙ্গে হাওড়ারে যুক্ত করবে এই নয়া বন্দে ভারত ট্রেন। সেই ট্রেনের উদ্বোধনে এসেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের গলায় শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা। বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রীর গদিতে বসে থাকা মমতার নাম না নিয়েই অশ্বিনী বৈষ্ণব বলেন, '২০১০-১১ সালে যিনি রেলমন্ত্রী ছিলেন, ত🦹াঁর সময়কালে রেলের বাজেট ছিল ২০ হাজার থেকে ৩০ হাজার কোটি টাকা। এখন তা গিয়ে পৌঁছেছে দু’লক্ষ ৪০ হাজার কোটি টাকা।'
বর্তমান রেলমন্ত্রীর কথায়, আগে শুধুই অনুষ্ঠান হত, কোনও কাজ হত না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে অশ্বিনী বলেন, 'আগে শুধু শিলান্যাস আর🌳 উদ্বোধন হত। অনুষ্ঠান করেই থমকে থাকতেন তৎকালীন রেলমন্ত্রী। এরপরে প্রকল্প নিয়ে মাথা ঘামানো হত না। তবে এখন প্রকল্পগুলি যাতে সফল ভাবে সম্পন্ন হয় এবং তা মসৃণ ভাবে কাজ করে, তা নিশ্চিত করা হয়। বন্দে ভারত থেকে গঙ্গার নীচে মেট্রোর কাজ দ্রুত গতিতে এগিয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে।' এদিন রেলমন্ত্রী দাবি করেন, ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম বন্দে ভারত ট্রেন তৈরির পরিকল্পনা শুরু করেছে রেল। এই ট্রেন আগামী দু'বছরের মধ্যেই ভারতের মাটিতে ছুটবে এই অত্যাধুনিক ট্রেন।
উল্লেখ্য, গতকালই ওড়িশার প্রথম এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় বন্দে ভারতকে সবুজ পতাকা দেখাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানেই হাজির ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুপুর ১টা নাগাদ পুরী থেকে ছাড়ে এই ট্রেনটি। সেই ট্রেনে করেই হাওড়া আসেন রেলমন্ত্রী। জানা গিয়েছে, হাওড়া থেকে পুরী ৫০২ কিমি পথ অতিক্রম করবে নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি। এই যাত্রা সম্পন্ন করতে মোটামুটি ৬ ঘণ্টা ৪০ মিনিটের মতো সময় লাগবে ট্রেনের। এই রুটে সম্ভবত সর্বোচ্চ ১৩০ কিমি গতিবেগ ছুঁতে পারে বন্দে ভারত ট্রেন। হাওড়া-পুরী রুটে এর আগে পর্যন্ত সবথেকে দ্রুত গতির ট্রেন ছিল শতাব্দী এক্সপ্রে♛স। এটি যাত্রা সম্পন্ন করতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট সময় নেয়। খুরদা রোড জংশন, ভুবনেশ্বর, কটক, জাজপুর কেওনঝড় রোড, ভদ্রক, বালাসোর এবং খড়্গপুরে দাঁড়াতে চলেছে পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। বৃহস༒্পতিবার ছাড়া এই ট্রেন সপ্তাহে ৬ দিন চলবে। এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে ১৪টি এসি চেয়ারকার এবং দুটি এক্সিকিউটিভ চেয়ারকার থাকবে বলে জানা গিয়েছে। হাওড়া থেকে সকাল ৬টা ১০ মিনিটে ছাড়বে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেস। এবং দুপুর ১২টা ৩৫ মিনিটে বন্দে ভারত ট্রেনটি পুরী স্টেশনে পৌঁছবে। এদিকে ফিরতি যাত্রায় পুরী থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টা ৫০ মিনিটে এবং সেটি হাওড়া স্টেশনে এসে পৌঁছতে পারে সন্ধ্যা সাড়ে ৮টায়।