করোনার দ্বিতীয় ঢেউ সর্বোচ্চ শিখর ছুঁয়ে ফের নীচের দিকে নামতে শুরু করেছে। দেশ জুড়ে সংক্♑রমণের গ্রাফ এখন নিম্নমুখী। ফলে, ফাঁকা হচ্ছে হাসপাতাল। ক্রমশ রাজ্যগুলো শিথিল করছে বিধিনিষেধ। সেকারণে সমান্তরালে গণ পরিবহণের চাহিদা বাড়ছে। এই পরিস্থিতির দিকে বিবেচনা করে এবার আরও ৬৬০টি স্পেশাল ট্রেন পরিষেবা চালু করার ঘোষণা করল ভারতীয় রেল।
রেলমন্ত্রকে💛র তরফে বিভিন্ন জোনের রেলকে নির্দেশ দেওয়া হয়েছে, স্থানীয় পরিস্থিতি ও ট্রেনের চাহিদার ওপর ভিত্তি করে ধাপে ধাপে রেল পরিষেবা আগেকার মতো স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়⛄ে নিয়ে যেতে।
এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে রেলমন্ত্রক। তাতে জানানো হয়েছে, করোনা সংক্রমণ কমায় ট্রেনের চাহিদা এখন ঊর্ধ্বমুখ🎐ী। সেকারণে স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে।
রেল জ♛ানিয়েছে, করোনা কালে পরিযায়ী শ্রমিকরা যে যার রাজ্যে ফিরে গিয়েছিলেন। এবার ফের তাঁরা যাতে নিজেদের কর্মস্থলে পৌঁছতে পারেন, সেবিষয়ে মাথায়꧅ রেখে ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের আগে সারা দেশে ১,৭৬৮টি মেল ও এক্সপ্রেস ট্রেন যাতাযাত করত। সংক্রমণ বৃদ্ধির কারণে দৈনিক ২ হাজার কর্মী করোনায় আক্রান্ত হচ্ছিলেন। সেকারণে বাধ্য হয়ে ট্রেনের সংখ্যা কমাতে হয়েছিল রেলকে। তবে ঘোষণা করা হয়েছে ৯৮৩টি মেল ও এক্সপ্রেস ট্রেন আবার যাত্রা শুরু করবে। যা স্বাভাবিক পরিষেবার প্রায় ৫৬ শতাংশ। দৈনিক সংক্রমণের হার কমায় কিছুদিন ধরেই ট্রেনের সংখ্যা ধাপে ধাপে বাড়াচ্ছিল র💝েল। ১ জুন থেকে সারা দেশে মোট ৮০০ মেল ও এক্সপ্রেস ট্রেন চালানো হচ্ছিল।
এবার রেলমন্ত্রকের তরফে বিভিন্ন জোনের রেলকে নির্দেশ দেওয়া হয়েছে, স🀅্থানীয় পরিস্থিতি ও ট্রেনের চাহিদার ওপর ভিত্তি করে ধাপে ধাপে রেল পরিষেবা আগেকার মতো স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে♛ যেতে।