রাজ্যসভার টিকিট পেতে কত খরচ করতে হয়? এই প্রশ্ন এখন উঠতে শুরু ক꧟রেছে জাতীয় রাজনীতির অলিন্দে। কারণ বিজেপি এক হীরের ব্যবসায়ীকে গুজরাট থেকে রাজ্যসভায় পাঠাচ্ছে। যাঁর নাম গোবিন্দ ঢোলাকিয়া। এই ব্যক্তিকে ‘ডায়মন্ড টাইকুন’ বলা হয়। তিনি রাজ্যসভার সদস্য হতে চলেছেন বলে এখন খুব খুশি। তবে রাজ্যসভার সদস্য হতে🦹 তাঁকে নাকি মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে বলে সূত্রের খবর। আর সেই টাকার পরিমাণ নাকি কয়েক কোটি। যদিও এই হীরের ব্যবসায়ীর কাছে ওই টাকা সমুদ্রে এক কৌটো জল মাত্র বলেই মনে করেন অনেকে। আর তাই প্রশ্ন উঠছে। আর তাতেই বেশ অস্বস্তিতে পড়েছেন বিজেপির নেতারা।
এদিকে এই বিষয়ে মুখ খোলেননি হীরের ব্যবসায়ী গোবিন্দ ঢোলাকিয়া। বরং তিনি যে খুব খুশি হয়েছেন সে কথা সংবাদসংস্থা এএনআই–কে জানিয়েছেন। গোবিন্দ ঢোলাকিয়া এই বিষয়ে বলেছেন, ‘একজন কৃষক পরিবার থেকে ব্যবসায়ী হয়ে উঠে আসায় আমি খুশি। ꦜকিন্তু আমি চার ঘণ্টা আগে নিজের মনোনয়ন সম্পর্কে জানতে পারি। বিজেপি নেতৃত্ব নিশ্চয়ই ভেবেই আমার নাম চূড়ান্ত করেছে। তবে আমি খুশি।’ এই প্রতিক্রিয়া হীরের ব্যবসায়ী দিলেও নেপথ্যে অন্য কাহিনী আছে বলে সূত্রের খবর। যা নিয়ে চর্চা শুরু হয়েছে।
অন্যদিকে এই ব্যবসায়ী সম্পর্কে অ𝔉নেকে জা♔নতে চাইছেন। প্রশ্ন করছেন— কে এই গোবিন্দ ঢোলাকিয়া? গোবিন্দ ঢোলাকিয়া শ্রীরামকৃষ্ণ এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। এই কোম্পানি গুজরাটের সুরাটে অবস্থিত। হীরে প্রস্তুতকারক এবং রফতানির কাজ করে থাকে এই ব্যবসায়ীর সংস্থা। এটা বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি হীরের জগতে। ১৯৭০ সালে এই কোম্পানি প্রতিষ্ঠা করেন গোবিন্দ ঢোলাকিয়া। এই কোম্পানিতে ৫ হাজার কর্মচারী রয়েছেন। ১.৮ বিলিয়ন ডলার এই কোম্পানির মোট আয়। এবার সেটাও ছাড়িয়ে যাচ্ছে। সুতরাং তাঁর কাছে মোটা টাকা দেওয়া কোনও বড় ব্যাপার নয়।
আরও পড়ুন: বিএমডব্লু গাড়িটি আসলে কার? হেমন্ত সোরেনের বাড়ি থেকে বাজেয়াপ্ত 🌊গাড়ির উত্তর খুঁজছে ইডি
এছাড়া এত বড় ব্যবসায়ী হলেও গুজরাটে পরোপকারী বলেও পরিচিত এই গোবিন্দ ঢোলাকিয়া। অনেক জায়গায় তাঁকে বক্তা হিসাবেও আমন্ত্রণ করা হয়। একাধিকবার ইসরো সংস্থায় বক্তব্য রেখেছেন গো🎐বিন্দ ঢোলাকিয়া। তাঁকে আমন্ত্রণ করা হয়েছিল এই মহাকাশ গবেষণাকেন্দ্র থেকে। আইআইএম—আহমেদাবাদ, দিল্লি, ভারতীয় রেলের ন্যাশানাল অ্যাকাডেমি, সিমবায়োসিস–পুণে এবং আরও বিশিষ্ট জায়গা থেকে আমন্ত্রণ পেয়ে থাকেন গোবিন্দ ঢোলাকিয়া। সূত্রের খবর, ২০১১ সালে রামমন্দির নির্মাণের জন্য ১১ কোটি টাকা দিয়েছিলেন এই হীরের ব্যবসায়ী। দীপাবলিতে নিজের সংস্থার কর্মীদের দামি উপহার দিয়ে থাকেন তিনি। তবে গোবিন্দ ঢোলাকিয়ার পাশাপাশি গুজরাট থেকে যশবন্তসিং💟 পারমার এবং মায়াঙ্ক নায়েক রাজ্যসভার জন্য মনোনীত হয়েছেন।