দুর্বল স্টক মার্ক༒েটেও ২১৫ কোটির কামাল। মেট্রো ব্র্যান্ডসের(Metro Brands) শেয়ারেই বাজিমাত রাকেশ ঝুনঝুনওয়ালার। গত এক মাসে এই শেয়ারটি ৫১৫.০৫ টাকা থেকে বেড়ে ৫৭০.০৫ টাকা হয়ে গিয়েছে। এই সময়ের মধ্যে শেয়ার প্রতি ৫৫ টাকা বা ১০.৭% বৃদ্ধি পেয়েছে। মেট্রো ব্র্যান্ডের শেয়ারের দামের বৃদ্ধির ফলে রাকেশ ঝুনঝুনওয়ালা এবং তাঁর স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালার নেট ওয়ার্থ প্রায় ২১৫ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।
জানুয়ারি থেকে মার্চ♚ ২০২২-এ মেট্রো ব্র্যান্ডসের শেয়ারহোল্ডিং প্যাটার্ন অনুসারে, রাকেশ ঝুনঝুনওয়ালা তাঁর স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালার মাধ্যমে এই সদ্য তালিকাভুক্ত জুতোর স্টকটিতে বিনিয়োগ করেছেন। রেখা ঝুনঝুনওয়ালার কাছে ৩,৯১,৫৩,৬০০ টি শেয়ার রয়েছে। এটি কোম্পানির মোট পরিশোধিত মূলধনের ১৪.৪৩% ।
মাত্র ১ মাস আগেই মেট্রো ব্র্যান্ডসের শেয়ারের দাম ৫১৫.০৫ ജটাকা করে ছিল। সেটাই এখন বেড়ে ৫৭০.০৫ টাকা দাঁড়িয়েছে। অর্থাত্ ৫৫ টা⛦কা করে বেড়ে দিয়েছে প্রতিটি শেয়ার।
রাকেশ♊ ঝুনঝুনওয়ালার ৩,৯১,৫৩,৬০০টি শেয়ার গত এক মাসে শেয়ার প্রতি ৫৫টাকা করে বেড়েছে। সুতরাং, রাকেশ ঝুনঝুনওয়ালা গত এক মাসে মেট্রো ব্র্যান্ডের শেয়ারের এই বৃদ্ধি থেকে ২১৫ কোটি টাকা (৫৫ x ৩,৯১,৫৩,৬০০) উপার্জন করেছেন।