বাংলা নিউজ >
ঘরে বাইরে >
'দিল্লিকে ধর্ষণের রাজধানী বলেছিলেন মোদী'- 'রেপ ইন ইন্ডিয়া' বিতর্কে আত্মপক্ষ সমর্থনে রাহুল
Updated: 13 Dec 2019, 06:52 PM IST
HT Bangla Correspondent
সংসদের ভিতরে ও বাইরে বিশাল বিতর্ক দানা বাধলেও ক্ষম... more
সংসদের ভিতরে ও বাইরে বিশাল বিতর্ক দানা বাধলেও ক্ষমা চাইতে রাজি নন রাহুল গান্ধী।তাঁর রেপ ইন ইন্ডিয়া মন্তব্য নিয়ে কংগ্রসেকে কোণঠাসা করার চেষ্টা করছে বিজেপি। কিন্তু তাতে বিশেষ চিন্তিত নন রাহুল। টুইটারে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন রাহুল সেখানে দিল্লিকে ধর্ষণের রাজধানী বলে অভিহিত করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। এই ভিডিওটি শেয়ার করে নিজের ওপর ওঠা প্রশ্নকে লঘু করতে চাইছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। একই সঙ্গে তিনি বলেন যে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে যে হিংসা হচ্ছে, তার থেকে সকলের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই রেপ ইন ইন্ডিয়া মন্তব্যটি তুলে ধরছে বিজেপি।সংসদে রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার দাবি তোলেন স্মৃতি ইরানি। সারা দেশের নারীকে রাহুল অপমান করেছেন বলেও অভিযোগ করেন তিনি।