মুম্বই: প্রয়াণের আগে গোয়া গিয়েছিলেন টাটা গ্রুপের চেয়ারম্যান এমিরেটাস। সেখানে💎 তাঁর একটি ছবি তোলেন উপস্থিত ব্যক্তিদের একজন। এবার রতন টাটার সেই ছবিটি প্রকাশ্যে এল। এটিই সম্ভবত তাঁর শেষ ফটো। ৪ অক্টোবর কাজের সূত্রে গোয়া গিয়েছিলেন রতন টাটা (Ratan Tata)। সেখানে মোপা এয়ারপোর্টে তাঁর বিমান অবতরণ করে। এরপর তাঁকে সম্বর্ধনা দেওয়ার জন্য এ🥀গিয়ে আসেন সংশ্লিষ্ট আধিকারিকরা। তাঁর হাতে একটি ফুলের তোড়া তুলে দেওয়া হয়। সেই ফুলের তোড়া হাতে থাকাকালীন আধিকারিকদের পক্ষ থেকে একজন তাঁর ছবি তোলেন। সম্প্রতি সেই ছবিই প্রকাশ্যে এসেছে।
শেষ ফটো বলে মনে করার একটি যুক্তিসংগত কারণও দেখানো হয়েছে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গোয়াতে কাজ সেরে রবিবার দুপুরে ফেরত আসেন রতন টাটা। তার পর থেকেই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। এই অবস্থায় তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবা🅺র রাতে সেখানে তাঁকে ভর্তি করা হয়েছিল। এর পর তাঁর অ্যাঞ্জিয়োগ্রাফি পরীক্ষা করা হয়েছিল সোমবার। দেখা যায়, তাঁর হৃৎপিণ্ডে কিছু জটিলতা তৈরি হয়েছে। অনেকটাই বেড়ে গিয়েছে হার্ট বিট। এই পরীক্ষার কিছু পরেই তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। কিন্তু ততক্ষণে কিডনির সমস্যাও দেখা দিতে শুরু করে। পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে যায়। চিকিৎসকরা পুরোদমে চেষ্টা করেন রতন টাটাকে সুস্থ করে তোলার। কিন্তু সব চেষ্টা বিফল করে দিয়ে বুধবার প্রয়াত হন তিনি (Ratan Tata death)।
আরও পড়ুন - Ratan Tata: বসন্🤪ত এসেছিল তাঁর জীবনেও, ৪ বার বিয়ে ভেস্তে যায় রতন টাটার! কে ছিলেন প্রেমিকা