বাংলা নিউজ > ঘরে বাইরে > Ratan Tata: প্রয়াণের আগে দেশের জন্য রতন টাটার শেষ উপহার, উপকার পাচ্ছেন বহু মানুষ
Ratan Tata’s Last gift: রতন টাটার (Ratan Tata) প্রয়াণে গোটা দেশই শোকস্তব্ধ। তাঁর আদর্শ ও জীবনযাপনের ধারা সারা দেশের মানুষকে নানাভাবে উদ্বুদ্ধ করেছে। প্রয়াণের আগে রতন টাটা দেশের জন্য দিয়ে গেলেন তাঁর শেষ উপহার। প্রয়াণের মাত্র কয়েক মাস আগেই এই উপহার ꦜদিয়েছিলেন তিনি। বিষয়বস্তুর নিরিখে এমন উপহার এর আগে দেশ কখনও পায়নি। ফলে সেদিক থেকেও নিজস্বতার ছাপ রেখে গেলেন রতন টাটা।
কী সেই উপহার?
দেশের জন্য তাঁর এই উপহা🅰র ছিল একটি প্রাণী হাসপাতাল। তবে যে সে হাসপাতাল নয়, সুপারস্পেশালিটি হাসপাতাল তৈরি করে গেলেন রতন টাটা। মুম্বই নগরীর বুকেই এই হাসপাতাল প্রতিষ্ঠিত। স্মল অ্যানিমাল হাসপাতাল মুম্বই (Small Animal Hospital Mumbai) বা এসএএইচএম নামেই বেশি জনপ্রিয় এই হাসপাতাল। গত জুলাই মাসের ১ তারিখ থেকে হাসপাতালটির পরিষেবা শুরু হয়। তবে এই হাসপাতাল নির্মাণের নেপথ্যে রয়েছে একটি করুণ কাহিনি।
নিজের পোষ্যের কষ্ট সহ্য করা…
রতন টাটার পশুপ্রেমের কথা সকলেই জানেন। একবার পোষ্⛎যের হাঁটুতে গুরুতর সমস্যা হওয়ায় জয়েন্ট রিপ্লেসমেন্ট করানোর দরকার পড়েছিল। তার জন্য তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার হাসপাতালে যেতে হয়েছিল। কিন্তু দেরি করার কারণে সেই অস্ত্রোপচার ঠিকমতো করা যায়নি। সেই ঘটনা থেকেই শিক্ষা নেন রতন টাটা। দ𓆉েশে ফিরে মন দেন পশুদের জন্য একটি হাসপাতাল নির্মাণের।আরও পড়ুন - ওলা ইলেক্ট্রিকের ৯৯ সমস্যারই সমাধান হয়েছে, দাবি করতেই প্রমাণ সহ কোম্পানির মালিককে তুলোধোনা কুণাল💎 ꦛকামরার
৭ বছর ধরে পরিশ্রম
পশু হাসপাতাল নির্মাণের ঘোষণা অনেক আগেই করেছিলেন রতন টাটা। কিন্তু সঙ্গে সঙ্গে সেটি বাস্তবায়িত হয়নি। গোটা দায়িত্ব ছিল টাটা ট্রাস্টের হাতে।🌠 প্রথমে জমি সংক্রান্ত সমস্যা ও তারপর কোভিডের কারণে পশু হাসপাতাল নির্মাণের কাজে দেরি হয়। অবশেষে ২০২৪ সালের ১ জুলাই থেকে শুরু হয় পরিষেবা।