আদানি গোষ্ঠী এনডিটিভি মিডিয়া কোম্পানির দখল নেওয়ার জন্য পদক্ষেপ করতেই রবিশ কুমারের ভবিষ্যত নিয়ে জল্পনা শুরু হয়। এই আবহে সব জল্পনা উড়িয়ে আজ রবিশ কুমার এক টুইট বার্তায় লেখেন, 'মাননীয় জনতা, আমার পদত্যাগ একটি গুজব। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আম🌊াকে একটি সাক্ষাৎকার দিতে রাজি হয়েছেন এবং অক্ষয় কুমার বোম্ব꧅েতে আমার নিয়ে গেটে আমার জন্য অপেক্ষা করছেন।'
এদিকে আদানি গোষ্ঠী এনডিটিভি মিডিয়া কোম্পানির দখল নেওয়ার জন্য একটি বিড দেওয়ার খবর প্রকাশ হওয়ার পরই বুধবার এনডিটিভির শেয়ার ৫ শতাংশ লাফিয়ে তাদের অনুমোদিত সর্বোচ্চ ট্রেডিং সীমায় পৌঁছেছে। আজ এনডিটি♛ভির শেয়ারের দর আজ বম্বে স্টক এক্সচেঞ্জে ৫২ শপ্তাহের সর্বো🎶চ্চ স্তর ৩৮৪.৫০ টাকায় পৌঁছায়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে সংস্থার শেয়ার ৪.৯৯ শতাংশ বেড়ে ৩৮..২০ টাকা হয়।
আরও পড়ুন: অবৈধ কয়লা খনি মামলায় চাঞ্চল্যকর মোড়, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠে▨র বাড়িতে মিলল Ak-47
উল্লেখ্য, পরোক্ষভাবে ২৯.১৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ ♛করে গৌতম আদানির মালিকাধীন এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড। পরবর্তীতে ২৬ শতাংশ শেয়ার কেনারও প্রস্তাব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এনডিটিভির নিয়ন্ত্রণ চলে আসবে আদানির হাত🦋ে। মোট ৪৯৫ কোটি টাকায় এনডিটিভির ২৬ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব দিয়েছেন আদানি।
আরও পড়ুন: চা��করি পেতে 🃏ঘুষে দিতে হত জমি! সাংসদ সহ শাসকদলের দুই শীর্ষ নেতার বাড়িতে CBI