RBI Policy December 2022 Updates: সোমবার থেকেই চলছিল আলোচনা। অবশেষে প্রত্যাশামাফিকই রেপো রেট বৃদ্ধি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বুধবার রেপো রেট ৩৫ ব🌜েসিস পয়েন্ট বৃদ্ধির ঘোষণা করল RBI। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে এই নিয়ে পঞ্চমবার হার বৃদ্ধি করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। রেপো রেট ৬.২৫% করা হয়েছে। এটি তাত্ক্ষণিকভাবে প্রযোজ্য।
চলতি সপ্তাহের সোমবার থেকে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে ছয় সদস্যের মুদ্রানীতি কমিটি (MPC) দ্বি-মাসিক নীতি পর্যালোচনা শুরু করেন। বুধবার ১০টা নাগাদ আর্থিক নীতি সংক্রান্ত ঘোষণায় রেপো রেট বৃদ্ধির বিষয়ে জানান RBI গভর্নর। তিনি বলেন, 'মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই চলতে থাকবে।' তিনি আশা প্রকাশ করেন, শীতকালীন ফসল বাজারে আসার সঙ্গে সঙ্গেই মুদ্রাস্ফীতি অনেকটা নিয়ন্ত্রিত হয়ে যাবে। তিনি বলেন, চলতি বছর ভারতীয় অর্থনীতিই এশিয়ায় সবচেয়ে দ্রুত বর্ধনশীলের স্থান পাবে। আরও পড়ুন: হয়র♏ানির যুক্তি দেখিয়ে নোটবন্দি🐭কে ‘ত্রুটিপূর্ণ’ অ্যাখা দেওয়া যায় না, সুপ্রিম কোর্টে দাবি কেন্দ্রের
ভারতের খুচরা মূল্যস্ফীতি অক্টোবরে তিন মাসের সর্বনিম্ন ৬.৭৭%🃏-এ নেমে এসেছে। তার আগের মাস, সেপ্টেম্বরেই এটি ৭.৪১% ছিল। কিন্তু তা সত্ত্বেও এটি রিজার্ভ ব্যাঙ্কের ২-৬%-এর আদর্শ সীমার তুলনায় বেশিই রয়েছে। এই নিয়ে টানা ১০ মাস ধরে এটি RBI-এর 'টলারেন্স ব্যান্ডে'-র উপরে রয়েছে। স্বাভাবিকভাবেই এবার ফের রেপো রেট বৃদ্ধির আশা করছিলেন বিশেষজ্ঞরা।
চলতি অর্থবর্ষে ৬.৭% মূল্যস্ফীতির পূর্বাভাসই বজায় রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অন্যদিকে আগের তুলনায় দেশের অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস হ্রাস করা হয়েছে। এর আগে ২০২২-২৩ অর্থবর্ষে দেশের ৭% আর্থিক প্রবৃদ্ধি হতে পারে বলে জানিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। তবে নয়া ঘোষণায় তা কিছুটা কমিয়ে ৬.৮% করা হয়েছে। এক্ষেত্রে উল্লেখ্য, গত মঙ্গলবার চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস বদল করেছে বিশ্ব ব্যাঙ্ক। তবে তাদের নয়া পূর্বাভাসে বৃদ্ধির সম্ভাবনা বাড়ানো হয়েছে। আগে অর্থনীতি ৬.৫% বাড়বে বলে জানিয়েছিলেন বিশ্ব ব্যাঙ্কের বিশেষজ্ঞরা। তবে এবার তা বাড়িয়ে ৬.৯% করা হয়েছে। আরও পড়ুন: China Covid: চুলোয় য꧒াক দেশ! পশ্চিমী দুনিয়ার থেকে ভালো করোনা টিকা নিচ্ছে না চিন,দাবি US কর্তার
চলতি মূল্যস্ফীতি চক্রকে নিয়ন্ত্ღরণ করতে আরও একবার, শেষবারের মতো রেপো রেট বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এমনটাই আন্দাজ বিশেষজ্ঞদের একাংশের। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের প্রধান অর্থনীতিবিদ উপসনা ভরদ্বাজ বলেন, 'কেন্দ্রীয় আর্থিক নীতি নির্ধারকরা প্রত্যাশিতভাবেই ৩৫ বিপিএস হার বাড়িয়েছেন। আমাদের ধারণা, আগামিদিনেও MPC মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকবে। তবে মুদ্রাস্ফীতির এই চক্রে দীর্ঘ মেয়াদে আরও একবার ২৫ বিপিএস সুদের হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।'