দরকারি বহু ক্ষেত্রেই ইউপিআই কাজ না করলে বিরক্ত ধরেই যায়! ইউপিআই বহু সময়ই কাজ না করা নিয়ে অনেকেই অভিযোগ তোলেন। কেন মাঝে মাঝেই ইউপিআইতে পেমেন্ট সিস্টেম 'ফেল' হচ্ছে? এই প্রশ্ন গিয়েছিল দেশের শীর্ষ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের কাছেও। তিনি জানালেন এর একটি সম্ভ🐭াব্য দিক।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআইতে পেমেন্ট সিস্টেমে যে বারবার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটছে, সেটির জন্য ব্যাঙ্কগুলির পুরনো প্রযুক্তিই দায়ী। তাঁর মতে এক্ষেত্রে ন্যাশꦺনাল পেমেন্ট কর্পোরেশনের চেয়ে সমস্যা রয়েছে বেশি ব্যাঙ্কের প্রযুক্তিগত দিকের। প্রসঙ্গত, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনই দেখভাল করে ইউপিআইকে। শক্তিকান্ত দাস বলেছেন, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের পরিকাঠামোতে কোনও গলদ নেই যা এই অ্যাপ সিস্টেমকে বসিয়ে দিতে পার💖ে, সেদিক থেকে ব্যআঙ্কগুলির প্রযুক্তিগত দিকই এর কারণ বলে দাবি করেছেন দেশের শীর্ষ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।
( Salary of PM and P♍resident of India: ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির বেতন কত? কিছু তথ্য একনজরে)
( MP Pappu Yadav booked:ভোট জয়ের সপ্তাহ পার হতেই নবনির্বাচিত কংগ্রেস ঘনিষ্ট সা♛ংসদ পাপ্পু যাদবের বিরুদ্ধে তোলাবাজির মামলা )