পূর্ব লাদাখে বিমান বাহিনীর তৎপরতা তুঙ্গে।যদি প্রয়োজন হয় তবে পূর্ব লাদাখ সীমান্তে আরও বাহিনী মোতায়েন করা হবে। সাফ জানিয়ে দিলেন ভারতীয় বায়ু সেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী। শনিবার এয়ার ফোর্স আকাদেমিতে সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, আমি সবিস্তারে কিছু বলতে চাই না। আমরা সেখানে রয়েছি। আমরা যেকোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে তৈরি। একেবারে কম সময়ের নোটিশে আমরা ওই এলাকায় তৈরি হতে সক্ষম। এদিকে পূর্ব লাদাখের পরিস্থিতি নিয়েও মুখ খোলেন তিনি। পূর্ব লাদাখে বাহিনীর মোতায়েন বৃদ্ধি করা হবে কি না সেব্যাপারে তাঁর কাছে প্রশ্ন করা হয়েছিল। বায়ু সেনা প্রধান বলেন, অবশ্য়ই যদি প্রয়োজন হয় তবে আমরা বাহিনী বাড়িয়ে দেব। পাশাপাশি প্রতিবেশী দেশ থেকে কী ধরনের হুঁশিয়ারি আসছে সেব্যাপারেও ভারতীয় বিমান বাহিনী যথেষ্ট অবহিত একথা জানিয়ে দেন তিনি। ওয়াকিবহাল মহলের মতে, চিনের সঙ্গে সীমান্ত সংক্রান্ত ব্যাপারে দীর্ঘদিন ধরেই নানা সংঘাত রয়েছে। সেই পরিস্থিতিতে ভারত কতটা তৈরি রয়েছে সেব্যাপারেই এদিন আলোকপাত করেন এয়ার চিফ মার্শাল। তিনি জানিয়েছেন, পূর্ব লাদাখে উত্তেজনা প্রশমনের জন্য় যাবতীয় প্রচেষ্টা জারি রয়েছে। পরিস্থিতির উপর যে বায়ুসেনার নজর রয়েছে, সবরকমের চ্যালেঞ্জের মুখোমুখি হতে যে তৈরি ভারতীয় বায়ু সেনা সেকথাও জানিয়ে দেন তিনি।