মানুষের কি সত্যিই সবচেয়ে উন্নত প্রাণী? সমাজের কিছু ঘটনায় যেন সেই প্রশ্নই বারবার জেগে ওঠে মনে। ঠিক যেমন ঘটল ছত্তিশগড়ের মুঙ্গেলি জেলার সরিসতাল গ্রামের একটি ঘটনায়। কন্যাসন্তান হওয়ায় মাঠে ফেলে গিয়েছিল এক মা। অন্যদিকে সেই সদ্যোজཧাতকেই পরম মমতায় পাহারা দিয়ে আগলে রা✤খল মা কুকুর।
সম্প্রতি মাঠের ধারে ঝোপে হঠাত্ই শিশুর কান্নার আওয়াজ পান গ্রামবাসীরা। সেখানে কুকুর বাচ্চাদের ডাকের সঙ্গেই আসছিল একটি সদ্যোজাত মানবশিশুর কান্নার আওয়াজ। তাই শুনেই ঝোপে গিয়ে দেখেন তাঁরা। দেখেন ঝোপের মধ্যে একটি সদ্যোজাত। পাশেই শুয়ে একটি মা কুকুর। তার কিছুটা দূরেই সেই মা ⭕কুকুরের কুকুরছানার দল। যেন আরও এক সন্তান। ঠিক সেভাবেই সারারাত সদ্যোজাতকে আগল▨ে রেখেছিল মা কুকুরটি। গ্রামবাসীদের একজন সঙ্গে সঙ্গে সেটার ছবি তোলেন তাঁর ফোনে। তারপর উদ্ধার করেন সেই শিশুকে। খবর দেওয়া হয় স্থানীয় থানায়।
সরিসতাল গ্রাম পঞ্চায়েতের এক সদস্য মুন্নালাল পটেল জানান, পুলিশ ও স্বাস্থ্য দফতরে খবর দেওয়া হয়। তারা এসেই শিশুট🃏িকে উদ্ধার করে নিয়ে গিয়েছে।
়েছে।