গত কয়েকদিনে ধরে অনেক ব্যাঙ্কের তরফ থেকে মেসেজ পাঠানো হয়েছে গ্রাহকদের যে তাদের ডেবিট কার্ড সুইচ অফ করে দেওয়া হবে ৩০ সেপ্টেম্বর থেকে। অনেকেই হয়তো এখন আর ডেবিট কার্ড ব্যবহার করতে পারছেন না অনলাইনে টাকা দেওয়ার জন্য। নিয়মিত ভাবে যারা এটিএম কার্ড ব্যবহার করেন, তারা হয়তো এটাও ভাবছেন যে এরকম হল কেন। রিজার্ভ ব্যাঙ্কের এই সম্পর্কিত এক নির্দেশিকার জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ব্যাঙ্কগুলি। কী বলেছে রিজার্ভ ব্যাঙ্ক ও কেন, এক নজরে দেখা যাক-১.সমস্ত ব্যাঙ্ক ও কার্ড ইস্যু করে যারা তাদেরকে নির্দেশ দিয়েছে আরবিআই যে যেসব কার্ড ডিজিটাল পেমেন্টের জন্য ব্যবহার করা হয়নি, সেখানে ওই পরিষেবা বন্ধ রাখতে। ২. এর দ্বারা কার্ড ক্লোনিং কমানো যেতে পারে। ৩. এই নয়া নিয়মে কার্ড হোল্ডাররা নিজেরা ঠইক করতে পারবেন কত টাকা দৈনিক খরচ করতে পারবেন, এটিএম কত টাকা তুলতে পারবেন। ৪. কার্ডে যদি কিছু পরিষেবা বন্ধ রাখতে চান, সেটারও ব্যবস্থা আছে এতে। ৫. সমস্ত ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকরা এর আওতায় আসবেন। যাদের কার্ড এভাবে সুইচড অফ হয়ে গিয়েছে তারা অ্যাপ বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে যান। সেখানে সার্ভিসেস সেকশন গিয়ে এটিএম কার্ড অপশনটি বেছে নিন। সেখানে একটি নতুন উইন্ডো খুলে যাবে যেখানে গিয়ে আপনি নিজের সমস্ত পছন্দমতো বিকল্প বেছে নিতে পারবেন।