রেকর্ড নয়া করোনাভাইরাস আক্রান্তের হদিশ পাওয়ার পরদিন ভাඣরতে সামান্য কমল দৈনিক সংক্রমিতের সংখ্যা। যদিও জুলাইয়ের প্রথম ২১ দিনেই করোনা আক্রান্তের সংখ্যা ৫.৫ লাখ ছাড়িয়ে গেল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৫৫,১৯১। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩৭,১৪৮ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। 🌼যা সোমবারের রেকর্ড আক্রান্তের তুলনায় কিছুটা কম। তবে পরিসংখ্যান অনুযায়ী, জুলাইয়ের প্রথম ২১ দিনেই দেশে ৫.৫ লাখের বেশি মানুষ করোনার কবলে পড়েছে꧃ন।
দৈনিক আক্রান্তের মতো মঙ্গলবার দৈনিক মৃতের সংখ্যাও কমেছে। সোমবার মৃতেরꩲ সংখ্যা ৭০০-র কাছে পৌঁছে গিয়েছিল, মঙ্গলবার তা ৫০০-র ঘরে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৮৭ জনের। ফলে সবমিলিয়ে ♐করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮,৮০৪।
একইসঙ্গে কিছুটা স্বস্তি দিয়েছে সুস্থতার হার। গত কয়েকদিনে সুস্থতার হার কিছুটা পড়ছিল। মঙ্গলবার তা ফের উর্ধ্বগামী হয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ভারতে ৭২৪,৫৭৭ জন করোনা রোগী সেরে ওঠায় সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬২.৭২ শতাংশ। সোমবার তা ছিল ৬২.৬১ শতাংশ। তারইমধ্যে সক্রিয় আকꦿ্রান্তের সংখ্যা ৪০০,০০০ লাখ ছাড়িয়ে গিয়েছে। সকাল আটটা পর্যন্ত ৪০২,৫২৯ জনের শরীরে এখনও করোনার অস্তিত্ব আছে।