Gold Bond: লগ্নিকারী নথিভুক্তকরণ শুরু, জেনে রাখুন জরুরি তথ্য
1 মিনিটে পড়ুন Updated: 20 Apr 2020, 02:40 PM ISTঅনলাইন আবেদনপত্র জমা দেওয়া যাবে ২৪ এপ্রিল পর্যন্ত। আগামী ২৮ এপ্রিল এই দফার গোল্ড বন্ড ইস্যু করা হব💧ে।
অনলাইন আবেদনপত্র জমা দেওয়া যাবে ২৪ এপ্রিল পর্যন্ত। আগামী ২৮ এপ্রিল এই দফার গোল্ড বন্ড ইস্যু করা হব💧ে।
সোমবার ২০২০-২০২১ অর্থবর্ষের প্রথম দফার গোল♓্ড বন্ড কেনার জন্য গ্রাহক 𒁃নথিভুক্তিকরণ প্রক্রিয়া চালু করল রিজার্ভ ব্যাঙ্ক। ইস্যুতে প্রতি গ্রাম সোনার দাম বেঁধে দেওয়া হয়েছে ৪,৬৩৯ টাকা। অনলাইন আবেদনপত্র জমা দেওয়া যাবে ২৪ এপ্রিল পর্যন্ত। আগামী ২৮ এপ্রিল এই দফার গোল্ড বন্ড ইস্যু করা হবে।
কেন্দ্রীয় সরকারের তরফে সভরেন গো♛ল্ড বন্ড ইস্যু করে রিজার্🥀ভ ব্যাঙ্ক। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট ৬ দফায় ইস্যু করা হবে গোল্ড বন্ড।
যাঁরা অনলাইন আবে🧜দনপত্র জমা দিচ্ছেন এবং ডিজিটাল প্রক্রিয়ায় পেমেন্ট করছেন, তাঁরা প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় পাবেন। এই সমস্ত বিনিয়োগকারীর জন্য প꧑্রতি গ্রাম হিসেবে গোল্ড বন্ডের দাম পড়বে ৪,৫৮৯ টাকা।
সভরে🎃ন গোল্ড বন্ড ইস্যু ভাগ করা হয়েছে প্রতিജ ১ গ্রাম সোনার গুণিতকে।
বন্ডগুলির🌳 মেয়াদ ধরা হয়েছে ৮ বছর🌌। তবে বিনিয়োগকারীরা চাইলে ৫ বছর পরে বন্ড ছেড়ে দিতে পারেন।
আরও পড়ুন: Gold Bond: শুরু গোল্ড বন্ড বিক্রি, অনলাইন পেমꦍেন্টে মিলবে ছাড়
গোল্ড বন্ড বিক্রি করা হবে শুধুমাত্র ব্যক্তি ꦏবিশেষে ভারতীয় নাগরিক, হিন্দু যৌথ পরিবার, ট্রাস্ট, বিশ্ববিদ্যালয় ও দাতব্য প্রতিষ্ঠানকে।
ন্যূনতম ব্যক্তিগত বিনিয়োগের পরিমাণ ধরা হয়েছে ১ গ্রাম সোনা সর🌳্বোচ্চ বিনিয়োগের ক্ষেত্রে ব্যক্তিগত মাথাপিছু ৪ কেজি, হিন্দু যৌথ পরিবারের ক্ষেত্রে ৪ কেজি, ট্রাস্ট ও অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে ২০ কেজি পর্যন্ত সোনার হিসেবে গোল্ড বন্ড কেনা যাবে।