Reliance AGM: বছরে একবার। রিলায়েন্সের বার্ষিক সভার মঞ্চে এসে দাঁড়ান মুকেশ আম্বানি। আর সেই দিকেই তাক✤িয়ে থাকে গোটা দেশের শিল্প সমাজ। প্রতীক্ষায় থাকেন আমজনতাও। ২০২২-এর সোমবার, ২৯ অগস্ট হল সেই দিন। রিলায়েন্সের বার্ষিক সভা বা AGM 2022।
এবারের এজিএম-এর মূল আকর্ষণ নিঃসꩲন্দেহে জিও 5G রোলআউট। এর পাশাপাশি রিলায়েন্সের রিটেল ইউনিটগুলির ভবিষ্যত পরিকল্পনার বিষয়েও জানতে চান সকলে। এই ক্ষেত্রগুলির দায়ভার ক্রমেই ছেলেমেয়ের হাতে ছেড়ে দিচ্ছেন মুকেশ আম্বানি। তাঁর এখন ৬৫ বছর বয়স। এবারের সভায় এই বিষয়েও আরও ঘোষণার প্রত্যাশা করছেন অনেকে।
কোন কোন বিষয়ে ঘোষণা হতে পারে?
5G রোলআউট
সম্প্রতি ৫জি স্পেকট্রাম হয়। তাতে ১১ বিলিয়ন মার্কিন ডলারে এয়ারওয়েভসের স্বত্ব কেনে রিলায়🌼েন্স জিও ইনফোকম। আগামি অক্টোবর থেকেই 5G রোলআউট হবে বলে মনে করা হচ্ছে। আর ꦰএদিন এজিএম-এই তার ঘোষণা করতে পারেন মুকেশ আম্বানি।
সবুজ শক্তি
জ্বালানি ব্👍যবসাই রিলায়েন্সের ভিত্তি। কিন্তু আগামিদিনে সবুজ শꦺক্তির দিকেই ঝুঁকছে তারা। ক্রমেই সেক্ষেত্রে নজর দিচ্ছে রিলায়েন্স।
গত বছরের এজিএম-এ সোলার মডিউল, হাইড্রোজেন ইলেক্ট্রোলাইজার, ফুয়েল সেল এবং ব্যাটারি তৈরির জন্য চারটি গিগা ফ্যাক্টকি তৈরির ঘোষণা করেন। সেই কাজ কতটা এগলো, সেই বিষয়ে আপডেট🙈 আসতে পারে। বিশ্বব্যাপী উদীয়মান সবুজ সংস্থাগুলি অধিগ্রহণও করছেন আম্বানি। ফলে এ বিষয়ে একাধিক ঘোষণার প্রত্যাশা করছেন সকলে।
আইপিও
রিলায়ে♍ন্স জিও ও রিলাﷺয়েন্স রিটেইল লিমিটেডের আইপিও হতে পারে। সেই বিষয়ে পরিকল্পনার কথা এদিন ঘোষণা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উত্তরাধিকার
চলতি বছরেই মুকেশ আম্বানি সংস্থার ভার ধীরে ধীরে ছেলেমেয়ের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছিলেন। তার তিন সন্তান - কন⭕্যা ইশা এবং পুত্র আকাশ এবং অনন্ত। ইতিমধ্যেই রিলায়েন্স গোষ্ঠীর বিভিন্ন সংস্থার পরিচা🌱লনার দায়িত্ব রয়েছে তাঁদের হাতে।
গত জুন মাসে আম্বানি রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চ⛄েয়♍ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। বড় ছেলে আকাশের হাতে দায়িত্ব তুলে দেন। আগামিদিনে ইশা, অনন্ত এবং সম্ভবত আম্বানির স্ত্রী নীতার দায়িত্ব আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
বিশ্ব স্তরে রিলায়েন্স
শুধুমাত্র ভারতের গণ্ডিতেই নয়। সময়ের সঙ্গে বিশ্বের অন্যান্য প্রান্তেও রিলায়েন্স গোষ্ঠীর ব্যবসায়িক কার্যকলাপ ছড়াতে চান মুকেশ আম্বানি। গত বছরের বার্ষিক সভায় তা জানিয়েছিলেন তিনি। এ বছরও সে বিষয়ে জানানো হতে পার🐻ে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই রিলায়েন্স ব্রিটিশ ওষুধের দোকানের চেইন বুটস-এর অধিগ্রহণের দিকে দিকে এগ꧋িয়েছে। যদিও লেনদেন এখনও সম্পন্ন হয়নি। তবে এই ধরণের আন্তর্জাতিক পদক্ষেপ যে রিলায়েন্সের ভবিষ্যতে আরও প্রভাব ফেলবে, 💫তা বলাই বাহুল্য।