আচমকাই ফোন এসেছিল হাসপাতালে। স্য🉐ার এইচএম রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে বুধবার ফোন করে বলা হয়েছিল বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে হাসপাতাল। এমনকী আম্বানি পরিবারের নাম করেও হুমকি দেওয়া হয়।
মুম্বই পুলিশ জানিয়েছেন, দুপুর ১২.৫৭ মিনিট নাগাদ অপরিচিত নম্বর থেকে ফোন এসেছিল। এনিয়ে ডিবি মার্গ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এনিয়ে তদন্তের নির্দেশও দেಞওয়া🌺 হয়েছে।
এদিকে ফোনে বলা হয়েছে অ্যান্টিলিয়া উড়িয়ে দেব। খুন করℱা হবে মুকেশ আম্ব🦹ানি, নীতা আম্বানি ও তাঁদের পুত্র আকাশ আম্বানিকে।
মোবাইল থেকে ফোনটি এসেছিল হাসপাতালের ল্যান্ডলাইন নম্বরে। 🌱রিলায়েন্সের দাবি, ফের বিকাল ৫টা ০৪ মিনিটে একই ধরণের ফোন এসেছিল।
পুলিশের ডেপুটি কমিশনার নীলোৎপল জানিয়েছেন, তিনটি টিম তৈরি করে ফোন কলগুলি খতিয়ে দেখা হচ্ছে। খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বিষয়টি। অ্যান্টি সাবোতাজ টিম ও বোম্ব স্কোয়াড অ্যান্টিলিয়া ও হাসপাতালে তল্লাশি চালাচ্ছে। পুলিশের ধারণা ফোন𝔉টি রাজ্যের বাইরে কোথাও থেকে এসেছিল। হাসপাতাল ও💖 অ্য়ান্টিলিয়াতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে গত ১৫ অগস্ট একইভাবে হাস🌳পাতালে অন্তত আটটি ফোন এসেছিল। সেখানেও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্য়ান মুকেশ আম্বানিকে নিশানা করে হুমকি ফোন এসেছিল। এরপর পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। &nb🧔sp;