ফিউচার গ্রুপের সঙ্গে ২৪,৭১৩ কোটি টাকার চুক্তি বাতিল করে দিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। মুকেশ আম্বানির সংস্থার ত⭕রফে জানানো হয়েছে, ঋণদাতারা রাজি না হওয়ায় কিশোর বিয়ানির সংস্থার সঙ্গে সেই চুক্তি বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: অ্যামাজনের সঙ্গে দ্বন্দ্বের মাঝেই ২০০ ফিউচার🍒 স্টোর এখন রিল꧋ায়েন্সের হাতে
রিলায়েন্সের তরফে জানানো হয়𝕴েছে, শেয়ারহোল্ডার এবং ঋণদাতাদের সঙ্গে বৈঠকের পর যে মতামত উঠে এসেছে, তা ফিউচার রিটেল লিমিটেড (এফআরএল) এবং অন্যান্য তালিকাভুক্ত সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে। ২০২০ সালে ফিউচার গ্রুপ ঘোষণা করেছিল, রিলায়েন্স রিটেল ভেনচারস লিমিটেডকে ১৯ টি খুচরো, পাইকারি-সহ বিভিন্ন সংস্থা বিক্রি করে দেওয়া হবে। সেজন্য ২৪,৭১৩ কোটি টাকার চুক্তির ঘোষণা করা হয়েছিল। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গ্রুপের খুচরো ব্যবসার দেখভাল করে সেই রিলায়েন্স রিটেল ভেনচারস লিমিটেড।
আরও পড়ুন: ২০০ টি Big Bazar এখন Reliance-এর হাতে, কী করবে Am🌺azon?
আপাতত ই-কমার্স সংস্থার অ্যামাজনের সঙ্গে কিশোর বিয়ানির ফিউচার রিটেল লিমিটেডের লড়াই চলছে। উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি রিলায়েন্স চুক্তি মামলায় ফিউচার রিটেল লিমিটেডকে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালতকে ফিউচার গ্রুপ বলেছিল, 'ন্যাশনাল কম্পানি ল ট্রাইবুনাল' কয়েকটি ধাপে এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে। ফলে চটজলদি এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে না। অনেক মাস কেটে যাবে। তারপরই আদালত জানিয়েছিল, এই প্রক্রিয়া এগিয়ে নিয়𒊎ে যাওয়ার জন্য ফিউচার গ্রুপকে অনুমতি দিয়েছিল শীর্ষ আদালত।