ফের বদলাতে পারে কোভিশিল্ডের দুই ডোজের মধ্যকার ব্যবধান। সম্প্রতি ব্রিটেনে এক সমীক্ষা চালানো হয়, যাতে দেখা যায়, টিকার এক ডোজ নেওযা ব্যক্তিরা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে পড়ছেন। ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে টিকার একটি ডোজের কার্যকারিতা ৩৫ শতাংশের নিচে নেমে গিয়েছে সেদেশে। আর এই তথ্য সামনে আসতেই ভ🌞ারতে কোভিশিল্ডের দুই ডোজের মধ্যকার ব্যবধান কমাܫনো নিয়ে চিন্তা ভাবনা শুরু হল।
এই বিষয়ে নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পাল বলেন, 'ভাইরাসের মিউটেশন সম্পর্কিত নয়া তথ্য সামনে আসার প্রেক্ষিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। ২-৩টে পরীক্ষার পর মনে করা হচ্ছে আগের মতো ৮ সপ্তাহের ব্যবধানে টিকা নেওয়াটাই ভালো। ন্যাশনাল টেকলিকাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন ই🐷ন ইন্ডিয়া এই সংক্রান্ত যাবতীয় দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। এই পুরো বিষয়টি একটি প্রক্রিয়ার মধ্যে পড়ে। যুক্তরাজ্য এই ব্যবধান বাড়িয়েছে, কমিয়েছে।'
এর আগে ভারতে কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যকার 🅘ব্যবধান বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করা হয়েছিল। ল্যানসেটের এক গবেষণার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তা নিয়ে জোর বিতর্ক হয়েছিল। মানুষের মনে সংশয় দেখা দিয়েছিল। তবে নয়া গবেষণা বলছে, টিকার দ্বিত♏ীয় ডোজ নেওয়া থাকলে ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে ৬০ শতাংশ বেশি সুরক্ষা পাওয়া যাবে।
এদিকে বিদেশে পড়তে যাওয়া পড়ুয়া বা খেলোয়াড়দেরꦿ জন্য কয়েকদিন আগে কোভিশিল্ডের টিকার দুই ডোজের ব্যবধানের ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র। যাঁরা বিদেশের কর্মসূত্রে ভ্রমণ করবেন তাঁদেরকে ২৮ দিনের ব্যধানেই কোভিশিল্ড দেওয়া হবে বলে জানায় কেন্দ্র। উল্লেখ্য, ভারতে কোভিশিল্ডই একমাত্র টিকা যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় রয়েছে। কোভ্যাক্সিন বা স্পুটনিক নেওয়া ব্যক্তিদের আমেরিকায় ফের টিকা নিতে বলা হচ্ছে। যা নিয়ে শুরু হয়েছে সংশয়।