ইন্দোরের একটি পাবে ফ্যাশন শো অনুষ্ঠিত করা হলে সেখানে তাণ্ডব চালায় হিন্দু জাগরণ মঞ্চ নামক এক ডানপন্থী সংগঠন। পুলিশের দাবি, ডানপন্থী সংগঠনের অভিযোগ, ফ্যাশন শো সংগঠকরা অস্লীলতা ছড়াচ্ছিলেন। এই অভিযোগের ভিত্তিতে আয়োজক ফয়েজ আহমেদ গৌরী, কোরিওগ্রাফার আদিত্য কোতোয়াল, ডিজাইনার আরবাজ খান, শোশা পাবের মালিক ভূপেন্দ্র রঘুবংশী এবং ম্যানেজার লরেন্সের বিরুদ্ধে মামলা করে ইন্দোর পুলিশ। পুলিশের বক্তব্য, অনুমতি ছাড়াই এই শো আয়োজন করা হয়েছিল।এদিকে ঘটনার প্রেক্ষিতে শোশা বারের এক কর্মী বলেন, 'বুধবার রাতে হিন্দু জাগরণ মঞ্চের কয়েকজন সদস্য পাব পৌঁছে পোস্টার ছিঁড়তে শুরু করেন। তারা স্লোগান দেয় এবং আয়োজকদের সাথে দুর্ব্যবহারও করে। আমরা নিরাপত্তারক্ষীদের সাহায্যে মডেলদের বাইরে পাঠাই।'এদিকে তাণ্ডব চালানোর অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত সংগঠন। তাদের পালটা দাবি, শোয়ের আয়োজকরা অস্লীলতা ছড়াচ্ছিলেন। এই বিষয়ে হিন্দু জাগরণ মঞ্চের নেতা সোনি কল্যাণে বলেন, 'একটি বিশেষ সম্প্রদায়ের লোকেরা অনুমতি ছাড়াই অনুষ্ঠানটি আয়োজন করছিল। তারা অশ্লীলতা ছড়াচ্ছিল এবং আমাদের ঐতিহ্যকে খাটো করছিল। আমরা এতে আপত্তি জানাই এবং পুলিশকে ফোন করি। আমাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।'সংগঠনের অপর এক নেতা বলেন, ‘মানুষ এই ধরনের অশ্লীল অনুষ্ঠান আয়োজন করে ইন্দোরের সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করছে। ফ্যাশন শো-র নামে তারা শুধু মদের পার্টির জন্য মডেলদের ডেকেছিল। পুলিশের উচিত গুরুতর ধারায় এফআইআর নথিভুক্ত করা।’