হিজাব বিতর্ক নিয়ে রেশ কাটতে না কাটতেই এবার ক্লাসের মধ্যে এক ছাত্রীর নামাজ পড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ঘটনাটি মধ্যপ্রদে✤শের সাগর শহরের ডক্টর হরিসিংহ গৌর সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের। সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে ক্লাসের মধ্যেই হিজাব পড়ে নামাজ পড়ছেন একজন ছাত্রী। হিন্দু জাগরণ মঞ্চ সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই জোর বিতর্ক তৈরি হয়েছে। ক্লাসের মধ্যে এভাবে ধর্মীয় আচার পালন করা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে হিন্দু জাগরণ মঞ্চ। তাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যে📖র কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
হিন্দু জাগরণ মঞ্চের সভাপতি উমেশ সরাফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ছাত্রের নামাজ পড়া নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনও ধর্মীয় রীতি- আচার পালন করা🦂 একেবারেই শোভা পায় না। আমি এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অভিযোগ জানিয়েছি।’ একইসঙ্গে পরবর্তী সময়ে যদি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনও ধর্মীয় আচার পালন করা হয় তাহলে তার প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চ প্রতিদিন ক্লাসে হনুমান চল্লিশা পাঠ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি কপিল স্বামী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নীলিমা গুপ্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের 🍌ভিতরে কোনও ধর্মীয় আচার পালন করা যাবে না। তা করতে গেলে পড়ুয়াদের নিজের বাড়িতে অথবা ধর্মীয় স্থানে গিয়ে করতে হবে। এরকম হলে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় আচার একেবারেই 🐟বরদাস্ত করা হবে না।’ ঘটনার পরেই শনিবারে এই মর্মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ‘এই নিয়ম যদি কেউ না মানে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’