প্রদীপ কুমার মৈত্র
হিন্দু কাদের বলা হবে🌃 এনিয়ে ফের মুখ খুললেন আরএসএস সুপ্রিমো মোহন ভাগবত। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, যে কোনও ভাষাভাষি নির্বিশেষে, তিনি আস্তিক অথবা নাস্তিক যা খুশি হতে পারেন, কিন্তু ভারতবর্ষকে তাঁদের নিজেদের বলে যিনি মনে করেন ও এখানকার বৈচিত্রকে মেনে নেন তিনিই হিন্দু। নাগপুরে আরএসএসের প্রশিক্ষণ শিবিরে বক্তব্য় রাখতে গিয়ে তিনি জানিয়েছেন, ভারতবর্ষের মানুষ বৈচিত্রের মধ্যে ঐক্যের যে সংস্কৃতি রয়েছে তার মধ্য়ে বাস করতে চান। ধর্ম, ভাষা, খাদ্যাভ্যাস, আদর্শ যাই হোক না কেন তিনি হিন্দু।
এদিকে এর আগে ছত্তিশগড়ে তিনি জানিয়েছিলেন, ভারতে বসবাসকার🐬ী সকলেই হিন্দু। সমস্ত ভারতবাসীর ডিএনএ একই। তাঁর এই মন্তব্যকে ঘিরে আগেই বিতর্ক ছড়িয়েছিল। আর বৃহস্পতিবার তিনিই জানিয়ে দিলেন, বৈচিত্রতা হল ঐক্যেরই নানা প্রকাশ।
তিনি জানিয়েছেন, আমরা বৈচিত্রের মধ্যে থাকতে পারি। সমস্ত বৈচিত্রতা একসঙ্গে চলতে পারে। কারণ একই ঐক্যবোধের ভিন্ন প্রকাশ হল এই বৈচি𒁃ত্রতা। যারা এটি বোঝেন তাঁরাই হিন্দু। প্রতি ভারতবাসীর তাঁদের ধর্ম নিয়ে গর্ববোধ থাকা দরকার। কিন্তু ভারতবাসীর এক থাকা দরকার আর দেশ♏কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার।
তিনি বলেন, আগে দেশ, পরে সবকিছু। আমরা স্বয়ংসেবক🐓দের সেটাಞই শেখাই। গোটা বিশ্ব আজ ভারতের দিকে তাকিয়ে রয়েছে।
মোহন ভাগবত জানিয়েꦰছেন, এখন এমন নিষ্ঠুর শক্তি রয়েছে যারা ভারতকে ভাঙতে চায়, উন্নতি চায়না। সংবিধান আমাদের সামাজিক সুরক্ষা দিয়েছে, আমাদের সেই ঋণ শোধ করতে হবে দেশকে। কীভাবে সেটা শোধ করব সেটা আমাদেরই ভাবতে হবে। তাঁর মতে হিন্দুত্ব হল এম🌺ন আদর্শ যা সকলকে একসঙ্গে নিয়ে চলতে শেখায়।