প্রয়াত ন্যাচারালস আইসক্রিমের প্রতিষ্ঠাতা রঘুনন্দন শ্রীনিবাস কামাথ। প্রয়াণকালে তাঁর বয়স ছিল ৭০ বছর। রিপোর্ট অনুযায়ী, শুক্রবার মুম্বইতে মৃত্যু হয় ন্যাচারালস কর্ণধারের। প্রতিষ্ঠাতার মৃত্যুর পর ন্যাচারালস আইসক্রিমের তরফ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি বার্তায় লেখা হয়, 'আমাদের প্রতিষ্ঠাতা রঘুনন্দন কামাথের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। আমাদের জন্য আজ খুবই দুর্ভাগ্যের এবং দুঃখের দিন আজ।' এরই সঙ্গে একটি পোস্টার পোস্ট করে ন্যাচারালস আইসক্রিম। তাতে লেখা ছিল, 'এমন এক হাসি যা আমাদের হৃদয় গলিয়ে দেয়। এই হাসি আমরা কখনও ভুলব না। এই হাসি চিরকাল আমাদের উদ্বুদ্ধ করতে থাকবে এবং আমাদের এটা মনে করাবে যে তাঁর যুগের কখনও সমাপ্তি ঘটতে পারে না।' (আরও পড়ুন: 'অনেক বাড়বে', সরকারি কর🌳্মীদের জন্য সুখবর, ভোটের মাঝে ডিএ নিয়ে বড় ঘোষণা মমতার)
আরও পড়ুন: সরকারি কর্মীদের মাথায় পড়ল বাজ,𝔍 খুশির খবর শু🔴নিয়েও নির্দেশিকা বাতিল ভোটের মাঝে
আরও পড়ুন: 'রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম রাজনীতি করছে', সাধুর নাম করে𝕴 বিস্ফোরক মꦗমতা
জানা যায়, দক্ষিণ কন্নড় অঞ্চলের মুল্কি শহরে জন্মগ্রহণ করেছিলেন রঘুনন্দন। ১৫ বছর বয়সে গোটা পরিবারের সঙ্গে তিনি মুম্বইতে চলে এসেছিলেন। নিজের বাবাকে তাঁর ফলের ব্যবসায় সাহায্য করতেন রঘুনন্দন। এরপর ১৯৮৪ সালে তিনি নিজের আইসক্রিমের ব্যবসা শুরু করেন। এখন সেই ন্যাচারালস আইসক্রিমের ব্যবসা সারা দেশে ছড়িয়ে পড়েছে। কলকাতা, হায়দরাবাদ, বেঙ্গালুরু সহ দেশের বহু শহরে প্রায় ১৪০টিরও বেশি আউটলেন আছে এখন এই ব্র্যান্দের। প্রায় ৪০০ কোটি টাকার ব্যবসায় পরিণত হয়েছে এই ব্যবসা। নানান ধরনের ফল থেকে সরাসরি আইসক্রিম বানিয়ে খাদ্য রসিকদের মন জয় করেছে ন্যাচারালস। (আরও পড়ুন: খাড়গের 'হুঁশিয়ারির' পর অধীরকে এবার 'রামেরꦡ বাড়িতে' আꦯসার আহ্বান সুকান্তর)
আরও পড়ুন: জোড়া হামলায় কাঁপল কাশ্মীর, খুඣন মোদী বন🌳্দনা করা প্রাক্তন সরপঞ্চ, জখম ২ পর্যটক
এদিকে রঘুনন্দনের মৃত্যুর খবর পেয়ে শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দক্ষিণ কন্নড়ের বিজেপি প্রার্থী ক্যাপ্টেন ব্রিজেশ চওটাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তিনি লেখেন, 'এক দুর্দান্ত যাত্রার সমাপ্তি ঘটল। ন্যাচারালস আইসক্রিমের প্রতিষ্ঠা তথা 'আইসক্রিম ম্যান' রঘুনন্দন কামাথের মৃত্যুতে আমি শোকাহত। মুল্কি থেকে মুম্বইতে গিয়ে ন্যাচারালস ব্র্যান্ড তৈরির স্বপ্ন পূরণ করেছেন তিনি। এখন সব আইসক্রিম প্রেমীরই পছন্দের এই ব্র্যান্ড। তাঁর জীবন অনেকের কাছেই এক অনুপ্রেরণা। প্রতিটি ব্যবসায়ী তাঁর জীবন থেকে বড় শিক্ষা নিতে পারেন। এই দুঃখের সম তাঁর পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রাইল। তাঁর আত্মার শান্তি কামনা করছি।'