ক্রমেই খারকিভ থেকে কিয়েভে বাড়ছে মৃতের সংখ্যা। রাজপথ থেকে গলি সেখানে রক্তস্নাত, আকাশ জুড়ে ধ্বংসের কালো ধোঁয়া। এরই মাঝে পরিত্রাহি আর্তনাদ বাসিন্দাদের। এমন এক পরিস্থিতি🏅তে বহু ভারতীয় পড়ুয়া বাঙ্কারে আত্মগোপন করে রুশ সেনার কবল থেকে নিজেদের বাঁচিয়েছেন। সেখানে আটকে পড়া বহু পড়ুয়াকেই ধীরে ধীরে ঘরে ফিরিয়ে এনেছে ভারত। তবে প্রশ൩্ন উঠছে, ইউক্রেনে এমবিবিএসএর পঠন মাধপথে ছেড়ে যাঁরা ঘরে ফিরে এলেন তাঁদের পড়াশোনার ভবিষ্যৎ কী?
রাশিয়া তখন মুহুর্মুহু গোলাবর্ষণ করে চলেছে। আর বাঙ্কারে ছিলেন ভারতীয় ছাত্র উজেইফ রব্বানি। একদিন নয়, খারকিভে দিনের পর দিন উজেইফ রব্বানি ছিলেন বাঙ্কারের নিচে। মেডিক্যালের চতুর্থবর্ষের পড়ুয়া উজেইফ। দেশে ফেরার যতটা চাহিদা তাঁর রয়েছে, তেমনই রয়েছে নিজের এমবিবিএস পড়াশোনা নিয়ে উদ্বেগ। উজেইফের মতো বহু ভারতীয় এমবিবিএস পড়ুয়া যাঁরা ইউক্রেনে আটকে রয়েছেন বা ইউক্রেন থেকে প্রাণ হাতে নিয়ে ফিরেছেন, তাঁদের সকলেরই একই উদ্বেগ। কেরিয়ারের একটা বড় সময়ে কী হতে পারে পরিণতি? সরকারি সূত্রের খবর, ভারতীয় পড়ুয়াদের পরিস্থিতি নিয়ে খুব শিগগিরিই সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলতে চলেছেন প্রশাসনিক কর্তারা। গোটা বিষয়টি সংবেদনশীলতার সঙ্গে বিচার করা হবে বলে জানানো হয়েছে। রব্বানিদের আশা, ইউক্রেন থেকে ফেরার পর ভারতের কোনও মেডিক্যাল কলেজে তাঁদের পড়াশোনার ব্যবস্থা করে দেবে সরকার। উল্লেখ্য, ইতিমধ্যেই ইউক্রেনে রুশ শেলিংয়ের জেরে মৃত্যু হয়েছে এক ভারতীয় পড🦩়ুয়ার।
ক্রমেই খারকিভ থেকে কিয়েভে বাড়ছে মৃতের সংখ্যা। রাজপথ থেকে গলি সেখানে রক্তস্নাত, আকাশ জুড়ে ধ্🏅বংসের কালো ধোঁয়া। এরই মাঝে পরিত্রাহি আর্তনাদ বাসিন্দাদের। এমন এক পরিস্থিতিতে বহু ভারতীয় পড়ুয়া বাঙ্কারে আত্মগ🍰োপন করে রুশ সেনার কবল থেকে নিজেদের বাঁচিয়েছেন। সেখানে আটকে পড়া বহু পড়ুয়াকেই ধীরে ধীরে ঘরে ফিরিয়ে এনেছে ভারত। তবে প্রশ্ন উঠছে, ইউক্রেনে এমবিবিএসএর পঠন মাধপথে ছেড়ে যাঁরা ঘরে ফিরে এলেন তাঁদের পড়াশোনার ভবিষ্যৎ কী?
রাশিয়া তখন মুহুর্মুহু গোলাবর্ষণ করে চলেছে। আর বাঙ্কারে ছিলেন ভারতীয় ছাত্র উজেইফ রব্বানি। একদিন নয়, খারকিভে দিনের পর দিন উজেইফ রব্বানি ছিলেন বাঙ্কারের নিচে। মেডিক্যালের চতুর্থবর্ষের পড়ুয়া উজেইফ। দেশে ফেরার যতটা চাহিদা তাঁর রয়েছে, তেমনই রয়েছে নিজের এমবিবিএস পড়াশোনা নিয়ে উদ্বেগ। উজেইফের মতো বহু ভারতীয় এমবিবিএস পড়ুয়া যাঁরা ইউক্রেনে আটকে রয়েছেন বা ইউক্রেন থেকে প্রাণ হাতে নিয়ে ফিরেছেন, তাঁদের সকলেরই একই উদ্বেগ। কেরিয়ারের একটা বড় সময়ে কী হতে পারে পরিণতি? সরকারি সূত্রের খবর, ভারতীয় পড়ুয়াদের পরিস্থিতি নিয়ে খুব শিগগিরিই সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলতে চলেছেন প্রশাসনিক কর্তারা। গোটা বিষয়টি সংবেদনশীলতার সঙ্গে বিচার করা হবে বলে জানানো হয়েছে। রব্বানিদের আশা,💫 ইউক্রেন থেকে ফেরার পর ভারতের ✃কোনও মেডিক্যাল কলেজে তাঁদের পড়াশোনার ব্যবস্থা করে দেবে সরকার। উল্লেখ্য, ইতিমধ্যেই ইউক্রেনে রুশ শেলিংয়ের জেরে মৃত্যু হয়েছে এক ভারতীয় পড়ুয়ার।
|#+|
ইউজেফ রব্বানির মতোই কিয়েভে পড়াশোনা করত নিধি যাদব। নিধি ফিরেছেন দেশে। তবে তাঁর বাবা উদ্বেগে রয়েছেন নিধির কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে। এমন এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি দেখে ফিরে নিধির মতো꧑ অনেকেই আপাতত মানসিকভাবেও বিধ্বস্ত। তবে, তার মাঝে আরও বেশি করে জাঁকিয়ে বসছে কেরিয়ার ঘিরে আশঙ্কা। আইন অনুযায়ী, কয়েকটি দেশ বাদে বিভিন্ন দেশ থেকে এমবিবিএস পাশ করে ভারতে চিকিৎসক হিসাবে স্বীকৃতি পেতে একটি প্রবেশিকা। এদিকে ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট লাইসেন্সিয়েট রেগুলেশন বলছে, যে কোনও এমববিবিএস পরীক্ষার্থী ১০ বছর সময় নিতে প🌺ারেন তাঁর কোর্স শেষ করতে। উল্লেখ্য, ইউক্রেনে এমবিবিএসের পঠনপাঠনের জন্য ছয় বছর সময় লাগে। ভারতের বহু মেডিক্যাল কলেজের তুলনায় তার খরচও অনেক কম। আর সেই কারণেই বহু পড়ুয়া ইউক্রেনে মেডিক্যাল পড়াশোনা করতে চলে যান। এদিকে, এই সবের মাঝেই শীতের রাতে বিভুঁইতে যুদ্ধপরিস্থিতির মাঝে আটকে পড়া ভারতীয় পড়ুয়ারা আপাতত প্রাণ বাঁচিয়ে নিরাপদে ঘরে ফেরার আশায় বুক বাঁধছেন।