যত সময় যাচ্ছে, তত জটিল হয়ে উঠছে রাশিয়ার পরিস্থিতি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুঁশিয়ারি সত্ত্বেও মস🥀্কোর দিয়ে এগিয়ে চলেছে ওয়াগনার গোষ্ঠী। রীতিমতো ক্ষমতার আস্ফালন করতে-করতে মস্কোর দিকে এগিয়ে চলেছে পুতিনের পুরনো ‘ব🦩ন্ধু’ তথা ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বাহিনী। সেই পরিস্থিতিতে মস্কোর বাইরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। আপতত রাশিয়ায় কী ঘটছে, তার সব টাটকা আপডেট দেখুন এখানে -
আরও পড়ুন: Russia War Live Updates: সামরিক অভ🌄্যুত্থান হতেই পালালেন পু🌄তিন? মুখ খুলল ক্রেমলিন
মস্কোর পথে পুতিনের প্রাক্তন ‘বন্ধু’-রা
লিপেটৎস্কের গভর্নর ইগর আর্তামোনোভ জানিয়েছেন, লিপেটৎস্ক দিয়ে ওয়াগনার গোষ্ঠী এগিয়ে চলেছে। সেই পরিস্থিতিতে মানুষকে বাড়ি ছেড়ে না বেরনোর পরামর্শ𒁃 দিয়েছেন তিনি। উল্লেখ্য, মস্কোর ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত লিপেটৎস্ক। অর্থাৎ মস্কোর একেবারে কাছে এসে গিয়েছে পুতিনের ‘ভ💫াড়াটে’ সৈনিকরা। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, মস্কোর বাইরেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
মস্কো ছেড়ে পালালেন পুতিন?
একাধিক রিপোর্টে দাবি করা হয়, মস্কোর আকাশে প্রেসিডেন্টের কপ্টার দেখা গিয়েছে। তাতে চেপে পুতিন মস্কো ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে জল্পনা ছড়ি🐓য়ে পড়ে। যদিও ক্রেমলিনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে মস্কোয় আছেন পুতিন।