বাংলা নিউজ > ঘরে বাইরে > Russia-Ukraine War: সংঘাত চলছে, তাও কেন ইউক্রেনের বন্দরে গেল বাংলাদেশের জাহাজ? প্রশ্ন নাবিক সংগঠনের

Russia-Ukraine War: সংঘাত চলছে, তাও কেন ইউক্রেনের বন্দরে গেল বাংলাদেশের জাহাজ? প্রশ্ন নাবিক সংগঠনের

‘এমভি বাংলার সমৃদ্ধি' জাহাজের নাবিকরা। (ছবি সৌজন্যে, ফেসবুক Jaglul Hayder MP জগলুল হায়দার এমপি)

ইউক্রেনের ওলভিয়া বন্দরে মৃত্যু হয়েছে বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি'-র এক থার্ড ইঞ্জিনিয়ারের।

ইউক্রেনের ওলভিয়া বন্দরে রꦍকেট হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি' পরিত্যক্ত ঘোষণা করে ২৮ নাবিক ও প্রকৌশলীকে সরিয়ে নেওয়💫া হয়েছে৷

বিদেশ প্রতিমন্ত্𝓰রী শাহরিয়ার আলম বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা জাহাজের ২৮ জন নাবিককে একটা সেফ জোনে নিয়েছি৷ তাঁরা নিরাপদে আছেন এবং তাঁরা তাঁদের সহকর্মী হাদিসুর রহমানের মরদেহও বহন করছেন৷ আমরা খুব দ্রুততার সঙ্গে তাঁদের ওয়ারশ নিয়ে আসার চেষ্টা করছি৷’ ‘এবং সেটা নিয়ে আসতে পারলে শিপিং মিনিস্ট্রির সঙ্গে আলোচনা করা হবে৷ সম্ভবত সকলকেই মরদেহ-সহ বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে পাঠানোর ব্যবস্থা করব৷ এবং পোল্যান্ডে অবস্থানকালীন সময়ে পোল্যান্ডে হাদিসুরের নমাজে জানাজা করা হবে৷ লেটেস্টটা হল যে, তারা এখন সকলেই নিরাপদে আছেন৷’

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ ‘বাংলার সমৃদ্ধি'ইউক্রেনের ওলভিয়া বন্দরে গিয়ে যুদ্ধের মধ্যে আটকে পড়ে৷ বুধবার সন্ধ্যার দিকে জাহাজটিতে রকেট হামলা হয়৷ ক্রুদের চেষ্টায় আগুন নেভানো💝 গেলেও ব্রিজে থাকা জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃত্যু হয়৷ জ🌺াহাজের বাকি নাবিকদের আকুতি আর পরিবারের উদ্বেগের মধ্যে বাংলাদেশের কর্তৃপক্ষ বুঝতে পারছিল না যে কীভাবে তাদের ফিরিয়ে আনা হবে৷ স্থলপথে আনা হবে, নাকি জাহাজেই থাকবেন তা নিয়ে প্রশ্ন ছিল৷

রকেটের আঘাতে জাহাজের মূল নিয়ন্ত্রণ কক্ষ (নেভিগেশন ব্রিজ) পুরোপুরি বিধ্বস্ত হওয়ায় এবং প্রধান বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়ায় সবাইকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়৷বাংলাদেশ সময় সন্ধ্যায় জাহাজ পরিত্যক্ত ঘোষণা করে সবাইকে সরিয়ে নেওয়া হয় বলে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-এর নির্বাহী পরিচালক (প্র𝔉শাসন) ড. পীযূষ দত্ত জানান৷ ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘জাহাজের মাস্টার জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে আমাদের মেল দিয়েছেন৷’

হাদিসুর রহমানের মরদেহও তাঁদের সঙ্গে আছে জানিয়ে বিএসসির উপ মহাব্যবস্থাপক✤ (শিপ পারসোনাল) ক্যাপ্টেন আমির মো. আবু সুফিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'তাঁদের জাহাজ থেকে টাগবোটে করে সরিয়ে নেওয়া হয়েছে৷ নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হওয়ার পরই তাঁদের নামানো হয়েছে৷ এরপর তাঁরা কীভাবে যাবেন, স🌌েটা পোল্যান্ডে আমাদের দূতাবাস নির্ধারণ করবে৷'

এ বিষয়ে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন রাতে বিডিনিউজকে বলেন, 'নাবিকরা এখন ইউক্রেনে সেফ হাউজে আছে৷ ইউক্রেন থেকে তাঁদের বের করা নিয়ে কাজ করছি৷' ওই বন্দর থেকে মলদোভার দূরত্ব ২০০ কিলোমিটারের বেশি৷ পোল্যান্ডের সবচেয়ে কাছের সীমান্তও অন্তত ৮০০ কিলোমিটার দূরে৷ এ অবস্থায় বাংলাদে💦শি নাবিকদের কোন পথে ইউক্রেন থেকে বের করে আনা হবে, তা স্পষ্ট করেননি রাষ্ট্রদূত৷

তিনি বলেন, ‘আমরা এখনও এটা নিয়ে কাজ করছি৷ বুধবার পর্যন্ত পোল্যান্ড🤡 সীমান্তে ৫৩২ জন বাংলাদেশিকে রিসিভ করা হয়েছে৷' ইউক্রেন থেকে প্রতিবেশি কোনও দেশে আশ্রয় নেওয়া বাংলাদেশির সংখ্যা ৬০০-র ꦍমত বলে জানান বিদেশ সচিব মাসুদ বিন মোমেন৷ বাংলার সমৃদ্ধির নাবিকদের বিষয়ে তিনি বিডিনিউজকে বলেন, ‘তাঁরা বাঙ্কার বা কোনও নিরাপদ স্থানে যাবেন৷ সেখান থেকে মলদোভা বা অন্য সীমান্ত এলাকায় যেখানে সুবিধা হয় নেওয়া হবে৷ কারণ পোল্যান্ডের বর্ডারে বেশ ভিড় আছে৷'

রাতে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের এক ফেসবুক পোস্টে বাংলার স🔯মৃদ্ধির নাবিকদের টাগবোটে সরিয়ে নেওয়ার ছবি প্রকাশ করে বলা হয়, তারা সবাই ‘সেফ জোনের' পথেই রয়েছেন৷

বাংলার সমৃদ্ধির আটকা পড়ার কারণ

এমভি বাংলার সমৃদ্ধির মালিকানা বিএসসির হলেও ডেনিশ কোম্পানি ডেলটা করপোরেশনের অধীনে ভাড়ায় চলছিল৷ গত ২৬ জানুয়ারি মুম্বই বন্দর থেকে রওনা হয়ে তুরস্কের ইরেগলি হয়ে 𒁃ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায় জাহাজটি৷

গত ২৬ জা𝓡নুয়ারি ভারতের মুম্বই বন্দর থেকে যাত্রা শুরু করে বাংলাদেশের পতাকাবাহী ও রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজটি৷ তুরস্কের একটি বন্দরে পণ্য খালাস করে ইউক্রেনের ওলভিয়া বন্দরে পৌঁছায়৷ জাহাজে ২৯ জন বাংলাদেশি নাবিক ও প্রকৌশলী ছিলেন, যাঁদের মধ্যে দু'জন নারী ক্যাডেট৷ জাহাজটি ২২ ফেব্রুয়ারি বন্দরের আউটার অ্যাংকরেজে ছিল এবং পরদিন ইনার অ্যাংকরেজে নিয়ে যাওয়া হয়৷ ওই বন্দর থেকে সিমেন্ট ক্লে নিয়ে ২৪ ফেব্রুয়ারি ইতালির রেভেনা বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল বাংলার সমৃদ্ধির৷ কিন্তু সেদিন ভোরে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করলে পরিস্থিতি রাতারাতি বদলে যায়৷ যুদ্ধ পরিস্থিতিতে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যায়৷ তাছাড়া নিরাপত্তার কারণে বন্দর ত্যাগের অনুমতিও দেওয়া হচ্ছিল না বলে মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন জানিয়েছিল৷

বিএসসির কর্মকর্তারা বলেছিলেন, যেখানে জাহাজটি নোঙর করা হয়েছে স👍েখান থেকে মূল সাগরে যেতে ৬০ নটিকাল মাইল পথ পার হতে হবে এবং সেজন্য স্থানীয় ‘পাইলট শিপ' দরকার, যে নৌযান পথ দেখিয়ে জাহাজটিকে বের করে নেবে৷ কিন্তু যুদ্ধের মধ্যে তা পাওয়া যাচ্ছিল না৷ তাছাড়া সাগরে মাইন পাতা রয়েছে বলে শোনা যায়। ফলে যুদ্ধের মধ্যে সেখান থেকে বের হওয়ার উপায় ছিল না জাহাজটির৷

হামলার পর আতঙ্ক

বুধবার সন্ধ্যায় জাহাজের ব্রিজে একটি রকেট এসে পড়লে বিস্ফোরণে আগুন ধরে যায়৷ জাহাজে থাকা কর্মীরা আগুন নেভাতে পারলেও প্রাণ যায় থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের৷ আগুন লাগার খবর পেয়ে দুটো টাগবোট পাঠিয়েছিল বন্🅰দর কর্তৃপক্ষ৷ তবে তাতে করে নাবღিক ও ক্রুদের তীরে সরিয়ে নেওয়া হয়নি৷ জাহাজে মোটামুটি মাসখানেকের খাবার আর জল মজুত থাকায় আপাতত সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত হয়৷

সহকর্মীর মৃত্যু আর জাহাজ আক্রান্ত হওয়ার অভিজ্ঞতায় সবার মনে ভর করে জীবন শঙ্কা৷ দেশে পরিবারের সদস্যরাও উদ্♔বেগের প্রহর গুণতে থাকেন৷ চিফ ইঞ্জিনিয়ার ওমর ফারুক তুহিন বৃহস্পতিবার সকালে বিডিনিউজ বলেন, ‘যে কোনও সময় এখানে আবারও মিসাইল পড়তে পারে৷ আমাদের লাইফ থ্রেটের মধ্যে আছে৷' জাহাজের দুই তরুণ ক্যাডেট ফারজানা ইসলাম মৌ এব꧙ং ফারিয়াতুল জান্নাত তুলি ফেসবুক ভিডিও বার্তায় তাঁদের উদ্ধারের আকুতি জানান৷

উদ্ধারের পথ

নৌপরিবহন প্রতিমন্ত্রী𝓡 খালিদ মাহমুদ চৌধুরী দুপুরে নিজের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘নাজুক অবস্থার মধ্যে পড়ে গিয়েছি৷ জাহাজটি বাণিজ্যিক, বন্দরের চ্যানেলে আটকে পড়েছে৷ জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে কথা হয়েছে৷ আমরা তাদেরকে সাহস যুগিয়েছি৷'

তিনি জানান, সবার নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে৷ রাশিয়া ও ইউক্রেন, আইওএম, রেডক্রসের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে৷ তখন পর্যন্ত ২৮ জনের জাহাজে থেকে যাওয়ায়ই নিরাপদ বলে মনে করছিল কর্তৃপক্ষ৷ নৌ প্রতিমন্ত্রীও বলেছিলেন, ‘চলমাওন অবস্থায় আতঙ্ক থাকাটাই স্বাভাবিক৷ জাহাজ ত্যাগ ও ছেড়ে দেওয়া সম্ভব নয়৷ তবে জাহাজে নিরাপদ থাকার সম্ভাবনা বেশি৷'

বিএসসির নির্বাহী পরিচালক পীযূষ দত্ত চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে বলে🌄ন, যুদ্ধের মধ্যে তাঁদের তীরে সরিয়ে নিতে হলেও নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন৷ ‘তীর থেকে যদি নিশ্চয়তা না পাই, তাহলে চট করে তাঁদের জাহাজ থেকে নামিয়ে দিতে পারি না৷ আমাদের যাঁরা চেষ্টা করছেন শোরে (তীরে), তাঁদের কাছ থেকে নিশ্চয়তা পেলে আমরা এ ব্যবস্থাটা নেব৷' ওই জাহাজেও যে থাকার উপায় নেই, তা স্পষ্ট হতে বেশি সময় লাগেনি৷

ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও থেকে রকেট হামলায় জাহাজের ক্ষয়ক্ষতির একটি চিত্র পাওয়া যায়৷ নেভিগেশন ব্রিজ, এআইএস, রেডার-সহ বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে নষ্ট হয়ে গিয়েছে৷ ইঞ্জিনের তাপ-চাপ, পানির গভীরতাসহ বিভিন্ন তথ্য পাওয়ার মিটারগুলোও ভেঙে গিয়েছে৷ জাহাজে কোনও ‘পাওয়ার সাপ্লাই' নেই, ইমার্জেন্সি জেনারেটর দিয়ে কাজ চলছে বলে ফ✃েসবুকে জানিয়েছেন জাহাজের এক কর্মী৷ ইউক্রেনে রাত নামার আগেই জাহাজ থেকে নাবিকদের সরিয়ে নেওয়া হয়৷

রাশিয়ার শোক, আশ্বাস

যুদ্ধের মধ্যে কোনও পক্ষের ছোড়া রকেটে বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ারের প্রাণ গেল সেই দায় কেউ স্বীকার করেনি৷ বাংলাদেশের কর্মকর্তারাও বিষয়টি এড়িয়ে গিয়েছেন৷ ইউক্রেন💯ের গণমাধ্যম ওই হামলার জন্য রাশিয়াকেই দায়ী করেছে৷ আর রাশিয়া বলেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷ ঢাকার রুশ দূতাবাস 💧থেকে দেওয়া এক বিবৃতিতে প্রকৌশলী হাদিসুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে বলা হয়, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের আটকে পড়া জাহাজটির ‘নিরাপদ প্রত্যাবর্তনের জন্য' রাশিয়া সব ধরনের পদক্ষেপ নিচ্ছে৷

রাশিয়া কী ধরনের সহযোগিতা দিয়েছে বা দিচ্ছে জানতে চা🌜ইলে বিদেশ সচিব মাসুদ বিন মোমেন বিডিনিউজকে বলেন, ‘জাহাজ🐎ের নাবিকরা এখন ইউক্রেনের ভিতরে রয়েছেন৷ আমরা দেখতে পাচ্ছি দ্রুত ওই এলাকা রাশিয়ানদের দখলে চলে যাচ্ছে৷'

তিনি আরও বলেন, 'রাশিয়ানরা জাহাজে হামলা করেছে এমন কোনও শক্ত প্রমাণ কারও কাছেই 🐼নেই৷ রাশিয়ার সঙ্গে যোগাযোগ আছে এবং তারাও বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে৷ একটি টার্ম আছে- ফগ অফ ওয়ার অর্থাৎ যুদ্ধের মধ্যে কে কোন দিক থেকে গোলাগুলি🐻 করছে সেটি বোঝা যায় না৷'

বিপদটি কি এড়ানো যেত?

নাবিকদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে ন💞েওয়ার প্রথম ধাপ শুরু হলেও পরিত্যক্ত বাংলার সম🌳ৃদ্ধি আপাতত ওলভিয়া বন্দরের ওই এলাকাতেই থাকবে৷ সেখানে মাইন পাতা থাকায় জাহাজটা সেখান থেকে সরানো ঝুঁকিপূর্ণ বলে জানান বিদেশ সচিব মাসুদ৷

গত সাড়ে তিন মাস ধরেই ইউক্রেন ঘিরে উত্তেজনা চলছিল এবং সেটা যুদ্ধে গড়ানোর শঙ্কাও ষোলো আনাই ছিল৷ তাহলে বাংলার সমৃদ্ধি কেন সেখানে গেল, সেই প্রশ্ন রাখা হয়েছিল বিএসসি কর্মকর্তা পীযূষ দত্তের কাছে৷ উত্তরে তিনি বলেন, বিএসসির কাছ থেকে ভাড়া নিয়ে এমভি বাংলার সমৃদ্ধি পরিচালনা করছে ডেনিশ কোম্পানি ডেলটা করপোরেশন৷ আন🦩্তর্জাতিক নিয়ম অনুযায়ী তাদের কথাতেই চলত🅰ে হবে৷

‘আমাদের যে চার্টার পার্টি আছে, সে অনুযায়ী ইন্স্যুরাররা যদি ওয়ার রিস্ক প্রিমিয়াম নিয়ে কোথাও যাওয়ার পারমিশন দেয়, সেক্ষেত্রে আমাদের চার্টার পার্টি অনুযায়ী সেটা অ্যালাউ করতে হয়৷ আমাদের যেমন লিবিয়াত🦩ে বা পারস্য উপসাগরে বিভিন্ন সময় এরকম পরিস্থিতি হয়৷ সেসব ক্ষেত্রেও ওয়ার রিস্ক প্রিমিয়াম নিয়ে চার্টার পার্টি অনুসারে সেগুলো অ্যালাউ করতে হয়৷' বাংলার সমৃদ্ধির আশেপাশে আরও গোটা বিশেক 🦩জাহাজ আছে জানিয়ে তিনি বলেন, ‘কনডিশন ফুলফিল করেই সেখানে যাওয়া হয়েছে, কোনও ব্যত্যয় হয়নি৷' পীযূষ দত্ত বলেন, ‘যদি জাহাজ সেখানে যাওয়ার আগেই যুদ্ধ শুরু হয়ে যেত, তাহলে ক্যাপ্টেন চাইলে ফিরে আসতে পারতেন৷ কিন্তু যুদ্ধ শুরু হয় তাঁরা সেখানে পৌঁছানোর পরে৷'

তবে এটা এড়ানো যেত বলেই মনে করছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হ𒉰োসাইন৷ বিডিনিউজকে তিনি বলেন, 'কয়েক দিন আগে থেকেই বল🙈া হচ্ছিল যুদ্ধ পরিস্থিতি হতে যাচ্ছে৷ তাই যত এগ্রিমেন্টই থাকুক চুক্তি বাতিল করে, তুরস্ক থেকেই জাহাজকে ফেরত আনা যেত৷'

‘আমরা যতটুকু জেꩲনেছি, ১৫ ফেব্রুয়ারি সেখানে ওয়ার জোন ঘোষণা করা হয়৷ এরপর কেন জাহাজ সেখানে গেল? নাবিকদের জীবনের কি মূল্য নেই?' বিডিনিউজকে একথা বলেন মেরিনারদের উন্নয়ন সংগঠন ‘অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশন' এর প্রেসিডেন্ট সিনিয়ার মেরিনার ক্যাপ্টেন আতিক খান৷

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্꧑তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

পরবর্তী খবর

Latest News

Jharkhand Election Result 2024 Lꦦive: Jharkhand বিধানসভা ভোটে Jaganathpur, Jama, Jamshedpur East, Jamshedpur West , Jamtara আসনের ফলাফলের লাইভ আপডেট Jharkhand Election Result 2024 Live: Jharkhand বিধানসভা ভোটে Ma♐noharpur ꦺ, Nala, Nirsa, Pakaur , Panki আসনের ফলাফলের লাইভ আপডেট ಌJharkhand Election Result 2024 Live: Jharkhand বিধানসভা ভোটে Latehar, Litipara, Lohardaga, Madhupur , Mahagama আসনের ফলাফলের লাইভ আপডেট Jharkhand Election Result 2024 Live: Jharkhand বিধানসভা ভোটে Maheshpur, Ma🌼jhgaon, Mandar, Mandu , Manika আসনের ফলাফলের লাইভ আপডেট Jharkhand Election Result 2024 Live: Jharkhand বিধানসভা ভোটে Simd𒈔ega, Sindri, Sisai, Tamar, Torpa , Tundi আসনের ফলাফলের লাইভ আপডেট Jharkhand Election Resuღlt 2024 Live: Jharkhand বিধানসভা ভোটে Kharsawan, Khijri, Khunti, Kodarma , Kolebira আসনের ফলাফলের🤪 লাইভ আপডেট Jharkhand Election Result 2024 Live: Jharkhand বিধানসভা ভোটে Barkagaon, Barkatha, Bermo, Bhawanathpur , Bishrampur আসনের ফলাফলের লাইভ ꦕআপডেট Jharkhand𝓀 Election Result 2024 Live: Jharkh🔯and বিধানসভা ভোটে Jamua, Jarmundi, Jharia, Jugsalai , Kanke আসনের ফলাফলের লাইভ আপডেট J🌠harkhand Election Result 2024 Live: Jharkhand বিধানসভা ভোটে Poreyahat, Potka , Rajmahal, Ramgarh , Ranchi আসনের ফলাফলের লাইভ আপডেট Jharkhand Election Result 2024 Live: Jharkhand বিধানসভা ভোটে Garhwa, Ghatsila, G♌iridih⛎, Godda , Gomia আসনের ফলাফলের লাইভ আপডেট

Women World Cup 2024 News in Bangla

AI দিয়ে মহিলা ক্রিকেটারদের 🎐সোশ্যাল মিডিয়া🌞য় ট্রোলিং অনেকটাই কমাতে পারল ICC গ্রুপ স্টেজ থেকে বিদায়꧂ নিলেও ICCর সেরা মহিলা একাদশে ভারত༺ের হরমনপ্রীত! বাকি কারা? বিশ্বকাপ জিতে নিউ𒉰জিল্যান্ডের আয় সব থেকে বেশি, ভারত-সহ ১০টি দল কত টাকা হাতে পেল? অলিম্পিক্সে বাস্কেটবল খেলেছেন, এবার নিউজিল্�ཧ�যান্ডকে T20 বিশ্বকাপ জেতালেন এই তারকা রবিবারে খেলতে চান না বলে টেস্ট ছাড়েন দাদু, নাতনি অ্যামেলিয়াꦉ বিশ্বকাপের সেরা বিশ্বচജ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল নিউজিল্যান্ড? টুর্নামেন্টের সেরা কে?- পুর✃স্কার মুখোমুখি লড়াইয়ে পাল্লা ভারি༒ নিউজিল্যান্ডের, বিশ্বকাপ ফাইনালে ইতিহাস গড়ব♚ে কারা? ICC T20 WC ইতি🐠হাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে 𒈔হারাল দক্ষিণ আফ্রিকা জཧেমিমাকে দে🌳খতে পারে! নেতৃত্বে হরমন-স্মৃতি নয়, তারুণ্যের জয়গান মিতালির ভিলেন নেট রান-♔রেট, ভালো খেলেও বিশꦏ্বকাপ থেকে ছিটকে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন নাইট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.