খুব শীঘ্রই এসসিও-র বৈঠক অনুষ্ঠিত হবে পাকিস্তানে। এই আবহে সেই বৈঠকে যোগ দিতে পড়শি দেশে যাবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। এহেন পরিস্থিতিতে অনেকেরই মনে প্রশ্ন উঠেছিল, ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে দ্বিপাক্ষিক কোনও বৈঠক কি হবে জয়শংকরের এই সফরকালে? তবে সেই জল্পনায় আগেই জল ঢেলেছিল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। এবার জানা যাচ্ছে, পাক প্রধানমন্ত্রীর আয়োজিত নৈশভোজের নিমন্ত্রণ রক্ষা করতে যেতে পারেন জয়শংকর। সেখনে পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক ভাবে কুশল বিনিময় হতে পারে জশংকরের। তবে গুরুত্বপূর্ণ কোনও বিষয় নিয়ে কথাবার্তার সম্ভাবনা কম এই সময়ে। জয়ংকর নাকি পাকিস্তানে পা রাখার কিছুক্ষণ পরই শেহবাজের নৈশভোজে যেতে পারেন। এই নৈশভোজে এসসিও বৈঠকে আমন্ত্রিত সব বিদেশি অতিথিরাই থাকবেন। (আরও পড়ুন: মোদীর কড়া পদক্ষেপ, এরপরই ভারতের বন্ধু𝔉 র⭕াষ্ট্রের কান ভাঙানোর চেষ্টা ট্রুডোর)
আরও পড়ুন: 'CC1'-কে গ্রেফতার করেছে দিল্লি, পান꧂্নুন হত্যা ছকে ভারতের তদন্তে সন্তুষ্ট আমেরিকা
আরও পড়ুন: প্🃏যানগং সো-র কাছে বিশাল ঘাঁটি চিনের, খাঁ খাঁ করা জমিতে ৮ মাসেই উঠল ৭০ বিল্ডিং
এদিকে এর আগেই জয়শংকর নিজে জানিয়ে দিয়েছিলেন, পাকিস্তান সরকারের কারও সঙ্গে কোনও দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই। এই ইস্যুতে তিনি ক'দিন আগেই বলেছিলেন, 'এই মাসের মাঝামাঝি সময়ে আমার পাকিস্তানে যাওয়ার কথা আছে। তবে আমি সেখানে ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। আমি সেখানে এসসিও-র একজন ভালো সদস্য হিসেবে যাচ্ছি। আমি খুবই ভদ্র একজন মানুষ। তাই সেখানে গিয়ে আমি ভদ্রতা দেখাব।' এদিকে রিপোর্টে জানা যাচ্ছে, সফরের ২৪ ঘণ্টায় পাকিস্তানের সঙ্গে না হলেও অন্যান্য দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন জয়শংকর। (আরও পড়ুন: 'SC যে জানে না, এমন নয়… তাই সন্দেহ', বকেয়া ডিএ শুন꧙ানি নিয়ে বিস্ফ🐠োরক মামলাকারী)