সাহারা গোষ্ঠীর কর্ণধার সুব্রত রায়ের মৃত্যু (Subrata Roy death) হয় ১৪ নভেম্বর। এর পরেই সাܫহারাতে বিনিয়োগের টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছিলেন অনেকে। বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। আশঙ্কায় ছিলেন অনেকেই, তাঁদের জমানো টাকার রিফান্ড কী করে হবে (Sahara Refund)? কিন্তু সরকার টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছিল। এখন নয়া প্রশ্ন হল কতদিন পর ফেরত হবে সেই টাকা? কেন্দ্রের দাবি, পোর্টালে আবেদন ও তার যাচাইয়ের পর দেড় মাসের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে। 'রিফান্ড পোর্টালের' আওতায় শুধুমাত্র প্রকৃত আমানতকার꧑ীদের বৈধ অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
(আরও পড়ুন: Savitri Jindal: সম্পদ বৃদ্ধির নিরিখেও আম্বানিকে টেক্কা সাবিত্রী জিন্দালে🍬র! কত টাকার 𓆏মালকিন তিনি)
৮৬,৬৭৩ কোটি টাকা আটকে রয়েছে
সাহারা গ্রুপের চারটি সমবায় সমিতি - সাহারা ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, সাহারান ইউনিভার্সাল মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড, হুমারা ইন্ডিয়া ক্রেꦚডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এবং স্টারস মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড। চার সমিতিতে মোট বিনিয়োগকারী ৯.৮৮ কোটি। তাদের বিনিয়োগ করা অর্থের পরিমাণ মোট ৮৬,৬৭৩ কোটি টাক🐎া।ইতিমধ্যেই অবশ্য সাহারা SEBI (Security Exchange Board of India) অ্যাকাউন্টে প্রায় ২৫ হাজার কোটি টাকা জমা করেছে। এর মধ্যে বর্তমানে পাঁচ হাজার কোটি টাকা পাওয়া গিয়𓆉েছে। যে বিনিয়োগকারীদের মূল অর্থের পরিমাণ সর্বোচ্চ ১০,০০০ টাকা, এখন শুধু তাঁদেরই টাকা ফেরত দেওয়া হচ্ছে। কেন্দ্রের তরফে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।
(আরও পড়ুন: Vodafone ₹202 plan: ভোডাফোনে এবার ১৩টি OTT সাবস্ক্রিপশন! কত টাকার প্ল্যানে এই সুবিধা? জꦐেনেℱ নিন)
৫,০০০ - ১০,০০০ টাকার মূল বিনিয়োগ
একটি তথ্য মাফিক, সাহারা গ্রুপের এই চারটি সমবায় সমিতিতে ১.১৩ কোটি ক্ষুদ্র বিনিয়োগকারী রয়েছে। যাদের বিনিয়োগের পরিমাণ ৫,০০০ টাকার কম। এই অর্থ ফেরত দিতে মোট ২৭৯৩ কোটি টাকা🅠 লাগবে। অন্যদিকে, ৫ থেকে ꦇ১০ হাজার টাকার বিনিয়োগ রয়েছে এমন বিনিয়োগকারীর সংখ্যা ৬৫,৪৮ লাখ। যারা ১.০৭ কোটি অ্যাকাউন্টে মোট ৯১১২ কোটি টাকা জমা দিয়েছেন।সাহারাতে মোট ৬৯.৭৪ লাখ বিনিয়োগকারী রয়েছেন, যারা ১০,০০০ থেকে ২০,০০০ টাকা জমা করেছেন। তাঁদের মোট জমা করা টাকার পরিমাণ ২২,৮৯৮ কোটি। ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা জমা রেখেছেন মোট ২৫.৮৮ লাখ বিন🦩িয়োগকারী। তাঁদের জমানো টাকার মোট পরিমাণ ৯৩৯৪ কোটি টাকা। ৩০ হাজার থেকে ৩০ হাজার টাকা জমা দেওয়া বিনিয়োগকারীরা সংখ্যা ১৯.৫৬ লাখ। এক্ষেত্রে ২৭.৯২ লাখ অ্যাকাউন্টে মোট ১১,১৩৭ কোটি টাকা জমা করা হয়েছে🧔। অন্যদিকে, ১২.৯৫ লাখ বিনিয়োগকারী সাহারাতে ৫০,০০০ টাকা থেকে ১ লাখ টাকা বিনিয়োগ করেছেন।