মৌলিক পাঠক৮ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হল তৃণমূলের মুখপাত্র সাকেত গোখেলকে। গুজরাটের আমেদাবাদের একটি ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে রিমান্ডে পাঠিয়েছে। মঙ্গলবারই গ্রেফতার করা হয়েছিল তাঁকে। মৌরবিতে প্রধানমন্ত্রীর পরিদর্শন সংক্রান্ত ব্যাপারে একটি ভুয়ো পোস্ট করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।আদালতের নির্দেশে বলা হয়েছে, ভুয়ো ও মিথ্যা টুইটের নেপথ্যের ঘটনাগুলো তদন্ত করার জন্য তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। বার অ্যান্ড বেঞ্চের রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে।গোখেলের ওই টুইটে দুটি ছবি যুক্ত করা হয়েছিল। আসলে সেটি একটি সংবাদপত্রের কাটিং। সেটা আবার ডাক্স পটেল নামে একজনের টুইটারের হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছিল। পুলিশ এবার খতিয়ে দেখবে ওই পটেলের সঙ্গে গোখেলের কোনও যোগ আছে কি না।এদিকে ওই টুইটে উল্লেখ করা হয়েছিল যে আরটিআইয়ের মাধ্যমে জানা গিয়েছে, মোদীর মৌরবির দুর্ঘটনাস্থলে যাওয়ার জন্য সব মিলিয়ে ৩০ কোটি টাকা খরচ করা হয়েছিল। সেই টুইটকে ফেক বলে উল্লেখ করা হয়েছে।এদিকে প্রেস ইনফর্মেশন ব্যুরো গত ১ ডিসেম্বর ফ্যাক্ট চেকের মাধ্যমে জানিয়েছে, এই দাবিটা একেবারে ভুয়ো। এই ধরনের কোনও আরটিআইয়ের জবাব দেওয়া হয়নি বলেও ফ্যাক্ট চেকের মাধ্যমে বলা হয়।এদিকে গ্রেফতার হওয়ার পরে তৃণমূলের মুখপাত্র গোখেল জানিয়েছেন, ওরেভা কোম্পানির মালিক যাকে মৌরবি ব্রিজের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে গ্রেফতার করা হয়নি। কিন্তু আমাকে গ্রেফতার করা হল। এটা প্রহসন।এদিকে সোমবার রাতে নিউ দিল্লি থেকে রাজস্থানে এসেছিলেন গোখেল। আর তখনই তাকে ধরে ফেলে গুজরাট পুলিশ। এনিয়ে টুইট করেন তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন।