উগ্র হিন্দুত্বকে তুলনা করেছিলেন আইসিসের সঙ্গে। মুসলিম জেহাদিদের সঙ্গে। কংগ্রেস নেতা সলমন খুরশিদের বইতে আনা হয়েছিল এই প্রসঙ্গ। গত কয়েকদিন ধরেই এনিয়ে ধিকি ধিক꧅ি জ্বলছিল অসন্তোষের ছাই চাপা আগুন। প্রতিবাদও উঠছিল বিভিন্ন মহলে। রে রে করে উঠছিলেন গেরুয়া শিবিরের অনেকেই। আর সোমবার সেটাই ঝড় হয়ে আছড়ে পড়ল লেখক তথা কংগ্রেস নেতা সলমন খুরশিদের বাড়িতে। অভিযোগ এমনটাই। নৈনিতালে তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। এনিয়ে টুইটারে ও ফেসবুকে ছবি শেয়ার করেছেন তিনি। তিনি লিখেছেন, বলেছিলাম এটা হিন্দুইজম হতে পারে না, এখনও কি বলবেন আমি ভুল বলেছি?
বইয়ের নাম 'Sunrise over Ayodhya'। সেই বইতে হিন্দুত্বকে আইসিসের সঙ্গে তুলনা করেছেন তিনি। গেরুয়া আকাশ শীর্ষক একটি পর্বে তিনি লিখেছেন, সনাতন ধর্ম ও ধ্রুপদী হিন্দুইজমকে সরিয়ে রাখা হয়েছে। একটি নতুন উগ্র হি🦄ন্দুত্ব এসেছে। রাজনৈতিক রুপে এটা যেন ইসলাম জেহাদি আইসিস বা বোকো হারামের মতো। আর একথা শুনেই একেবারে তেলেবেগুনে জ্বলে উঠেছেন একাধিক সাধুসন্ত,গেরুয়া শিবিরের লোকজন। এমনকী হরিদ্বারের সাধুদের অনেকে তাঁকে ক্ষমা চাইতে বলে চিঠিও পাঠিয়েছেন। এদিকে কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের দাবি, এটা সলমন খুরশিদের নিজের কথা, এর সঙ্গে আমরা বা কংগ্রেস দল একমত নই। পুলিশ জানিয়েছে, হিন্দুত্ব গ্রুপের কিছু লোকজন তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। একজন কোনও জ্বলন্ত পদার্থ তাঁর বাড়িতে ছুঁড়ে দেয়। এতে দরজার একাংশ পুড়ে গিয়েছে। তদন্ত চলছে।