রাত যত গভীর হয়, আকাশের তারার মেলার দিকে তখন তাকিয়ে থাকার মজাই তখন আলাদা! বহু বিজ্ঞানপ্রেমী, বহু ম♊হাকাশ বিষয়ক কৌতূহলীই এই রাতের আকাশের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে ভালোবাসেন। অনেকে আবার দিনের ক্লান্তি মুছতে স্রেফ, খোলা ছাদের মাথা থেকে দিগন্ত ছেয়ে থাকা আকাশের দিতে তাকিয়ে থাকতে ভালোবাসেন। গোটা শহর যখন নিদ্রামগ্ন থাকে, তখন এভাবে আকাশ দেখা অনেꦗকেরই পছন্দ। এদিকে, এই রাতের আকাশেই সদ্য দেখা মিলেছে শনির। আর তা দেখা গিয়েছে রাজধানী দিল্লির আকাশে।
রাত বেশ গভীর তখন। ঘড়ির কাঁটা বলছে ১.৩০ মিনিট। সেই সময় এক রেডিট-ইউজার ক্যামেরাবন্দি করেন দিল্লির আকাশে শনির গꦅতিবিধি। সদ্য তাঁর আইফোন ১৪ প্রো ওই দৃশ্য ধরে টেলিস্কোপের সহায়তায়। সেকথা ওই নেটিজেন নিজেই জানিয়েছেন। ‘আনিমে কুংফু’ নামের এক রেডিট ব্যবহারকারী এই তথ্য জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। তাঁর সেই ভিডিয়ো রেডিট-এ আসতেই বহু দিল্লিবাসী হতবাক। বহু নেটিজেন শনি গ্রহের এমন 🅺ঘোরাফেরার ভিডিয়ো এভাবে তুলে ধরার ঘটনা দেখেও চমকে উঠেছেন। এদিকে, যিনি এই ভিডিয়ো তুলেছেন, তাঁর দাবি, রাতের দিল্লিতে সদ্য় এই দৃশ্য দেখা গিয়েছে।
মূলত, আকাশ পরিষ্কার থাকলে এমন বহু দৃশ্যই টেলিস্কোপে দেখা যায়। আর সেই মতো, এই ভিডিয়োতে দেখা গেল, অন্ধকার আকাশের চারপাশ জুড🐟়ে নিজের ছন্দে এগিয়ে যাচ্ছে শনি গ্রহ। ঠিক বইতে লেখা বর্ণনার মতোই এই ছবিতেও দেখা গেল শনিকে। যার চারপাশে ঘুরছে বলয়। শনির এই বলয় নিয়ে নানান বর্ণনা নানান সময়ে উঠে এসেছে। এই ভিডিয়ো সেই দৃশ্যকেই যেন খুব কাছ থেকে তুলে ধরল।
উল্লেখ্য, দেশের রাজধানী দিল্লি বেশিরভাগ সময়ই দূষণের বলয়ে থাকে। বহু সময়ই পরিবেশবিদরা এই🌺 নিয়ে সচেতন করেছেন। বহু সময়ই দূষণের মাত্রার পরিসংখ্যানও সামনে এসেছে। তবে সব ছাপিয়ে এই নয়া ভিডিয়ো কার্যত তাক লাগিয়ে দিয়েছে সকলকে। আকাশ পরিষ্কার থাকলে এভাবে যে বিভিন্ন গ্রহকে খুব নিপুণভাবে টেলিস্কোপে দেখা যায়, তার আরও একটি প্রমাণ এই ভিডিয়ো।