গ্রাহকদের জন্য সুখবর। নিজেদের বেঞ্চমার্ক লেন্ডিং রেট ১৫ বেসিস পয়েন্ট কমিয়েছে ভারতীয় স্💞টেট ব্যাঙ্ক।🔯 একই সঙ্গে বয়স্কদের জন্য চড়া সুদে একটি বিশেষ ডিপোজিট স্কিম চালু করেছে এসবিআই।
'SBI Wecare Deposit' বলে স্কিমটির আওতায় বয়স্ক নাগরিকদের বেশি হারে সুদ দেওয়া হবে টাকা জমা রাখলে। যদি প🥀াঁচ বছর🏅 বা তার বেশি সময়ের জন্য টাকা জমা রাখেন তাহলে অতিরিক্ত ৩০ বেসিস পয়েন্ট সুদ দেবে এসবিআই। ৩০ সেপ্টেম্বরের মধ্যে টাকা জমা রাখলে এই সুযোগ পাবেন সিনিয়র নাগরিকরা।
তবে তিন বছর বা তার ꦡকম মেয়াদকালের জন্য যারা টাকা রেখেছিলেন, তাদের সুদের হার ২০ ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚবেসিস পয়েন্ট কমিয়ে দেওয়া হবে ১২ মে থেকে বলে জানিয়েছে ব্যাঙ্ক। বর
অন্যদিকে Marginal cost of funds based lending rate (MCLR) ৭.৪০ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ করেছে এসবিআই।এর ফলে গৃহ♓ ঋণের ওপর সুদ কমবে। হিসাব অনুযায়ীꦅ আপনার যদি ২৫ লাখ টাকা ঋণ থাকে ৩০ বছরের জন্য, তাহলে ২৫৫ টাকা কম দিতে হবে।
এর আগ𒉰েই সিনিয়র নাগরিকদের জন্য ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ দিত এসবিআই। এবার আরও ৩০ বেসিস পয়েন্ট অর্থাত্, ০.৩০ শতাংশ সুদ বাড়িয়ে দিল ব্যাঙ্ক। তবে ম্যাচুরিটির আগে টাকা তুলে নিলে এই অতিরিক্ত অর্থ পাওয়া যাবে না।