স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমে টাকা দিতে চান? তাহলে আর বেশি সময় বাকি নেই। আজই শেষ হতে চলেছে সেই বিশেষ ‘প্ল্যাটিনাম ডিপোজিট স্কিম’ বিনিয়োগের সময়। ভারতের স্বাধীনতা ৭৫ তম উদযাপনের জন্য গত ১৫ অগস্ট থেকে সেই স্কিম শুরু হয়েছে। সেই স্কিমের আওতায় অন্যান্য টার্ম ডিপোজিটের তুলনানয় গ্রাহকরা ১৫ পয়েন্ট পর্যন্ত বেশি সুদ পাবেন।সাধারণ গ্রাহকদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্ল্যাটিনাম ডিপোজিটের সুদের হার১) প্ল্যাটিনাম ৭৫ দিন - ৩.৯৫ শতাংশ।২) প্ল্যাটিনাম ৫২৫ দিন - ৫.১ শতাংশ।৩) প্ল্যাটিনাম ২,২৫০ দিন - ৫.৫৫ শতাংশ।প্রবীণ নাগরিকদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্ল্যাটিনাম ডিপোজিটের সুদের হার১) প্ল্যাটিনাম ৭৫ দিন - ৪.৪৫ শতাংশ।২) প্ল্যাটিনাম ৫২৫ দিন - ৫.৬ শতাংশ।৩) প্ল্যাটিনাম ২,২৫০ দিন - ৬.২ শতাংশ।স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্ল্যাটিনাম ডিপোজিটের শর্ত :১) নয়া এবং পুনরায় নবীকরণ (রিনিউয়াল) করা ডিপোজিট।২) শুধুমাত্র টার্ম ডিপোজিট এবং স্পেশাল টার্ম ডিপোজিট।৩) নন-রেসিডেন্ট এক্সটার্নাল (এনআরই) ডিপোজিট (শুধুমাত্র ৫২৫ দিন এবং ২,২৫০ দিনের জন্য)।৪) নন-রেসিডেন্ট অর্ডিনারি (এনআরও) ডিপোজিট এবং নন-রেসিডেন্ট এক্সটার্নাল (এনআরই) ডিপোজিট-সহ ঘরোয়া রিটেল টার্ম ডিপোজিট (দু'কোটি টাকার কম)।স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্ল্যাটিনাম ডিপোজিটের সুদ১) টার্ম ডিপোজিট - মাসিক বা ত্রৈমাসিকের ব্যবধান।২) স্পেশাল টার্ম ডিপোজিট - ম্যাচিওরিটির পর মিলবে।৩) সুদ, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্সের (টিডিএস) অর্থ গ্রাহকের অ্যাকাউন্টে পাঠানো হয়।স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিটে সুদের হারসাত থেকে ১০ বছরের মেয়াদি ফিক্সড ডিপোডিটে সাধারণ গ্রাহকরা ২.৯ শতাংশ থেকে ৫.৪ শতাংশ হারে সুদ পান। সেই ধরনের ডিপোজিটের ক্ষেত্রে বাড়তি ৫০ বেসিস পয়েন্টের সুবিধা পাবেন প্রবীণ নাগরিকরা। যে সুদের হার চলতি বছরের ৮ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।