সুপ্রিম কোর্টে এসবিআইয়ের নির্বাচনী বন্ড মামলায় এল বড় নির্দেশ। এসবিআই, নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশের নির্ধারিত সময়সীমার মেয়াদ বাড়ানোর আর্জি নিয়ে দ্বারস্থ হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই আর্জি খারিজ করে দিয়েছে কোর্ট। 🎐পাশাপাশি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)কে ১ দিন সময় দিয়ে, কোর্ট জানিয়েছে, আগামিকাল মঙ্গলবারের মধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ডের তথ্য দিতে হবে এসবিআই-কে। এছাড়াও কোর্ট বলছে, ১৫ মার্চের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে নির্বাচনী ♎বন্ডের বিস্তারিত তথ্য।
দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেৃত্বাধীন ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চে এই মামলার শুাননি চলছিল। বেঞ্চ জানিয়েছে, মঙ্গলবারের মধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ডের সমস্ত তথ্য দিয়ে দিতে হবে এসবিআইকে। উল্লেখ্য, এর আগেই, নির্বাচনী বন্ড প্রকল্প বাতিল করে দিয়েছে সুপ্রিম♔ কোর্ট। সেই নির্দেশ ফেব্রুয়ারি মাসে আসে। তখনই এই একাধিক নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল নির্বাচন কমিশন ও এসবিআইকে।
( Electoral🐻 Bond:‘২৬ দিন ধরে কী করছিলেন?’ নির্বা🌺চনী বন্ড মামলায় নির্দিষ্ট সময়ে তথ্য প্রকাশ না করায় SBIকে ‘সুপ্রিম’ ভর্ৎসনা)
এই মামলায় নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশের নির্ধারিত সময়ের মেয়াদ ৩০ জুন পর্যন্ত করার আর্জি জানিয়েছিল এসবিআই। সেই মামলাকে খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত। সোমবারের রায়ে কোর্ট বলছে, শুক্রবার বিকেল ৫ টার মধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ডের যাবতীয় তথ্য প্রকাশ করতে হবে ওয়েবসাইটে। এর আগে, ব্যাঙ্কের তরফ থেকে আইনজীবী হরিশ সালভে বলেন, তথ্য সংগ্রহের জন্য ব্যাঙ্কের আরও সময় দরকার। বিষয়টি নিয়ে সংবেদনশীলতার দিকটি তুলে ধরেন হরিশ সালভে। কারণ অনুদান প্রদারকারীর নাম ব্যাঙ্কের কিছু শাখায় সিল করা খামে রাখা থাকে। সেই জায়গা থেকে সময় চ꧂েয়ে নেওয়ার আর্জি জানান এসবিআইয়ের তরফের আইনজীবী। একথা শুনে পাল্টা কোর্ট বলেছে,' আমরা চেয়েছি এসবিআই অনুদানপ্রদানকারীদের তথ্য সামনে রাখুন, আপনারা আমাদের নির্দেশ কেন পালন করছেন না?'