বাংলা নিউজ > ঘরে বাইরে > স্কুলে মাজারের মঞ্চ, সরস্বতীতে আপত্তি? ফতোয়ার অভিযোগ, সাসপেন্ড প্রিন্সিপাল
শ্রুতি তোমার
স্কুল চত্বরে মাজারের মতো মঞ্চ বানানোর অভিযোগ। ভূপালের বিদিশা জেলার 🌠সিএম রাইস গভর্নমেন্ট স্কুলের প্রাক্তন অধ্য𒈔ক্ষকে সাসপেন্ড করা হল বৃহস্পতিবার।
এদিকে স্কুলের অধ্যক্ষ সায়না ফিরদৌসকে গত অগস্ট মাসে অন্য স্কুলে ট্রান্সফার করা হয়েছিল। কিন্তু ন্যাশানাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্✨ড রাইটস সম্প্রতি এব্যাপারে নাডಞ়াচাড়া শুরু করেন।
🍃 বৃহস্পতিবার NCPCR চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো স্কুল পরিদর্শন করেন। এদিকে অ🏅বসরপ্রাপ্ত শিক্ষক বালিরাম সাহু যে অভিযোগ করেছিলেন সেটা তিনি খতিয়ে দেখেন।
ওই শিক্ষকের অভিযোগ, প♒্রিন্সিপাল মা সরস্বতীর মূর্তি স্কুলে রাখতে দিতেন না। জাতীয় সংগীতওও 🔯প্রেয়ারের সময় গাইতে দিতেন না। প্রিন্সিপালের স্বামী ওই স্কুলেরই ফিজিক্যাল টিচার ছিলেন। তিনি মাজারের জন্য় মঞ্চও করে ফেলেছিলেন।