কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে একটি ইংরেজি মাধ্যম স্কুলে মহাভারত, রামায়ণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিবাদের ঢেউ উঠেছে ম্যাঙ্গালুরুতে। বিজেপি বিধায়ক বেদ্যস কামাথের সমর্থকরা 𓆏শিক্ষককে বরখাস্তের দাবিতে বিক্ষোভ করেন। তারপরেই ওই শিক্ষককে ༺বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সেন্ট গেরোসা ইংলিশ এইচআর প্রাথমিক স্কুলে।
আরও পড়ুন: শিক্ষকের চড়ের জের, ২ কানে শুনতে পাচ্ছে না ছাত্র, অভিযোগ পরি🔜বারের
অভিযোগ, ওই শিক্ষক পড়ুয়াদের শেখাতেন যে মহাভারত এবং রামায়ণ এসব হল ‘কাল্পনিক’। এগুলি সত্য ঘটনা ছিল না। আরও অভিযোগ, ওই শিক্ষক প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্☂ধেও অবমাননাকর মন্তব্য করতেন। ওই শিক্ষক প্রধানমন্ত্রী মোদীর সম্পর্কে ২০০২ গোধরা দাঙ্গা এবং বিলকিস বানো গণধর্ষণ মামলার কথা পড়ুয়াদের কাছে উল্লেখ করতেন। বিজেপির অভিযোগ, এভাবে ওই শিক্ষক বাচ্চাদের মনে ঘৃণার অনুভূতি জাগ্রত করার চেষ্টা করছেন। এর প্রতিবাদে শনি ও রবিবার বিক্ষোভ করেন বিজেপি বিধায়෴কের সমর্থকরা। প্রথমে এই ঘটনার পরেও শিক্ষককে বরখাস্ত না করায় স্কুল কর্তৃপক্ষের সমালোচনা করেন বিজেপি বিধায়ক। তাঁর বক্তব্য, একজন শিক্ষক এভাবে কারও বিশ্বাসকে আঘাত করতে পারে না। সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের পদক্ষেপ করা উচিত।
অভিভাবকদের দাবি, ওই শিক্ষক সপ্তম শ্রেণির ছাত্রদের শিখিয়েছিলেন যে ভগবান রাম একজন ‘পৌরাণিক চরিত্র’, বাস্তবে তাঁর কোনও অস্তিত্ব নেই। এরপরেই পড়ুয়াদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ক্ষোভে ফেটে ওঠেন অভিভাবকরা। এই ঘটনার পরেই মামলাটি তদন্ত করছেন ডিডিপিআই। অবমাননাকর মন্তব্যের জন্য স্কুল শিক্ষককে বরখাস্ত করা হয়েছে বলে তিনি জানান। পরে স্কুলের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে, ‘সেন্ট গেরোসা ✱স্কুলের ৬০ বছরের ইতিহাস রয়েছে। আজ পর্যন্ত, এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। এই দুর্ভাগ্যজনক ঘটনাটি আমাদের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করেছে এবং আমাদের পদক্ষেপ সেই বিশ্বাসকে পুনর্গঠন করতে সাহায্য করবে। এবং আমরা সকলেই একসঙ্গে ভালো থাকার জন্য কাজ করি। আমাদের ছাত্ররা দেশের ভবিষ্যৎ।'যদিও এখনও পর্যন্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।