বাজারের অন্যতম নিয়ন্ত্রক সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া মহম্মদ নাসিরুদ্দিন আনসারিকে কার্যত নিষিদ্ধ ঘোষণা করল। ওই ব্যক্তিই এক্স হ্যান্ডেলেꦦ বাপ অফ চ🉐ার্ট নামে একটি প্রোফাইল চালাতেন। সেখানে স্টক মার্কেটে কোনটা কিনবেন, কোনটা ছাড়বেন এনিয়ে নানা পরামর্শ দিতেন। এবার সেই বাপ অফ চার্টকেই ১৭.২০ কোটি টাকা জমা দেওয়ার জন্য নির্দেশ দিল সেবি। কারণ তিনি নানা শিক্ষামূলক কোর্সের মাধ্যমে অবৈধভাবে প্রচুর লাভ করেছেন।
১৫ দওিনের মধ্যে এই ১৭.২০ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কিন্তু কে এই মহম্মদ নাসিরুদ্দিন আনসারি? সূত্রের খবর, আসলে তিনি নিজেকে বাপ অফ চার্ট ✨বলে সোশ্য়াল মিডিয়ায় পরিচয় করিয়েছিলেন। স্টক মার্কেট এক্সপার্ট বলে পরিচিত তিনি। তিনি বিভিন্ন স্টক মার্কেট সম্পর্কে শিক্ষামূলক কোর্স করান। সেগুলি করার ব্যাপারে তিনি প্রলোভন দেখান। তিনি সোশ্য়াল মিডিয়ার মাধ্য়মেꦉ প্রলোভন দেখাতেন এই কোর্স করলে যে কেউ স্টক মার্কেট থেকে মোটা টাকা ইনকাম করতে পারবেন।
এদিকে সেবিও তার কাজকর্মের উপর নজর রাখছিল। সেবির দাবি আনসারি বাজার থেকে এই সব প্রতারণামূলক কোর্স করিয়ে ১৭.২🍃০ কোটি টাকারও বেশি আয় করেছে।
এদিকে বাপ অফ চার্ট নামে ইউট🅠িউব চ্যানেলও আছে। যেখানে ৪.৪৩ লাখ গ্রাহক। সাত কোটি ভিউ হয় সেখানে। তবে সেবির রেজিস্ট্রেশন ছাড়াই নানা আর্থিক পরামর্শ দিতেন ওই ব্যক্তি। এদিকে বাঞ্চ মাইক্রো টেকনোলজিস লিমিটেড নামে একটা সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে তিনি এসব করতেন বলে অভিযোগ। বিভিন্ন প্রাইভেট গ্রুপেও তিনি পরামর্শ দিতেন। আর এই সব শিক্ষামূলক কোর্স থেকে প্রাপ্ত টাকা নাসিরের অ্যাকাউন্টে যেত।
সেবি দেখেছে দু বছরে ১৭,২০,৭৬,৬১৬.১৯ টাকা আয় করা হয়🐭েছিল। তবে এবার অবৈধভাবে আয় করা সেই টাকা ফেরত দিতে বলেছে সেবি। বাজারের অন্যতম নিয়ন্ত্রক সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া মহম্মদ নাসিরুদ্দিন আনসারিকে কার্যত নিষিদ্ধ ঘোষণা করল। আসলে ওই ব্যক্তিই এক্স হ্যান্ডেলে বাপ অফ চার্ট নামে একটি প্রোফাইল চালাতেন।