সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের( সিবিএসই) এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সিনিয়র সেকেন্ডারির সিলেবাস প্রকাশিত হল। cbseacademic.nic.in এই ওয়েবসাইটে একাদশ ও দ্বাদশ শ্রেণিরꦑ সিলেবাস মিলবে। এব্যাপ𝔍ারে পড়ুয়ারা সেখানে জেনে নিতে পারেন।
মূলত সাতটি বিষয়ের উপর এবার ফোকাস করা হয়েছে। ভাষা, হিউম্যানিটিজ, অঙ্ক, বিজ্ঞান, 💟স্কিল সাবজেক্ট, জেনারেল স্টাডিজ, হেল্থ, ও ফিজিকাল এডুকেশন।
ইলেকটিভ ও কম্পালসারি এই দুভাগে ভাগ করা হয়েছে সিলেবাসকে ভাগ করা💜 হয়েছে।
প্রথম💞 ভাষা- হিন্দি ইলেকটিভ অথবা হিন্দি কোর অথবা ইংরেজি ইলেকটিভ অথবা ইলেকটিভ কোর 🧸সাবেজেক্ট থাকছে
দ্ব♔িতীয় ভাষা, সাবজেক্ট ২- যে কোনও একটি ভাষা বা যে কোনও একটি অ্য়াকাডেমিক ইলেকটিভ।
সাবজেক্ট ৩-সাবজেক্ট ৪ꦰ-সাবজেক্ট ৫- যে কোনও তিনটি কম্পালসারি ইলেকটিভ।
তৃতীয় ভাষা -সাবজেক্ট ৬- যেকোনও অপশনাল ইলেকটিভ।
হেলথ অ্য়ান্ড ফিজিকাল এডুকেশন, ওয়ার্ক এক্সিপেরিয়েন্স, জেনারেল স্টাডিজ- যে কোনও কম্পালসারি সাবজেক্ট। কেবলমাত্রꦫ ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে।
একাদশ শ্রেণির ক্ষেত্রে পড়ুয়াদে𝄹র কমপক্ষে ৫টি অ💟থবা তার থেকে বেশি সাবজেক্ট নিতে হবে। সেটা তাদের ক্লাস ১২ পর্যন্ত পড়তে হবে।
একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়ুয়াদের হিন্দি অথবা ইংরেজি তাদের যেকোনও ল্যাংগুয়েজ সাবজেক্ট🎉 হিসাবে বেছে নিতেღ হবে।
ইংলিশ কোর, ইংলিশ ইলেকটিভ, ♕হিন্দি কোর অথবা হিন্দি ইলেকটিভ বেꦚছে নিতে হবে।
কম্পালসারি সাবজেক্টের মধ্য়ে সাবজেক্ট ১ হিন্দি ইলেকটিভ অথবা হিন্দি কোর অথবা ইংলিশ ইলেক🌳টিভ অথবা ইংলিশ কো﷽র।
এদিকে এই সিলেবাস অন🍌ুসারে স্টেট বোর্ডের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে যে কী ধরনের পাঠ্যপুস্তকের ব্যবস্থা করা হবে। এদিকে শিক্ষাবর্ষের প্রথমে স্টেট বোর্ড কিছু পরিবর্তন করে থাকলে সেটা স্কুলগুলি জানিয়ে দেবে সিবিএসইকে। সিবিএসই যে বইগুলিকে অনুমোদন দেবে সেগুলি যাতে স্কুলগুলি পড়ায় সেটা বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। স🃏িবিএসই নোটিফিকেশন হওয়ার পরে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। বোর্ডের নির্দেশ যদি কোনও স্কুল অমান্য করে তবে স্কুলগুলিকে তার দায় নিতে হবে।