নরেন্দ্র মোদী। তাঁর ইউটিউব চ্যানেলে যখন কোনও ভিডিয়ো পোস্ট করা হয় এতদিন সেখানে একেবারে জয়শ্রীরামের বন্যা বয়ে যায়। সেই সঙ্গে মোদীর নামে জয়ধ্বনিও চলত পুরোদমে। তবে মঙ্গলবার ভোট গণনার ফলাফল ঘোষণার পরে 𒈔বিজেপির সদর দফতরের অনুষ্ঠানে লাইভ সম্প্রচার করা হয়। আর সেই লাইভের কমেন্ট সেকশনে য𝔉ে সমস্ত বার্তা উঠে এল তা বিজেপির অস্বস্তি বৃদ্ধির পক্ষে যথেষ্ট। সেখানে দেখা যায় মন্তব্য লেখা হয়েছে, শেম অন ইউপি। একের পর এক মন্তব্যে এই কথা লেখা হয়েছে। ইউপিতে যে হৃদয় ভেঙে খান খান সেটাও উল্লেখ করা হয়েছে কমেন্টে। একের পর এক কমেন্টে একই কথা লেখা শেম অন ইউপি।
কী এমন হল যে উত্তরপ্রদেশ সম্পর্কে এভাবে নেটিজেনরা কার্যত ঝাঁপিয়ে পড়লেন?
উত্তরপ্রদেশের ভোটের ট্রেন্ড অনুসারে দেখা যায় যে, যোগীগড় উত্তর প্রদেশে কার্যত একাধিক আসনে যেখানে হেভিওয়েট প্রার্থীরা দাঁড়িয়েছিলেন সেখানে পিছিয়ে গিয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি আমেঠি কেন্দ্র থেকে পিছিয়ে যান। এছাড়াও হেভিওয়েট মানেকা গান্ধী পিছিয়ে রয়েছেন উত্তর প𝐆্রদেশে। যদিও পর্দার রাম ভোজপুরী তারকা রবি কিষণ, হেমা মালিনীরা যথাক্রমে গোরক্ষপুর, মথুরা কেন্দ্র থেকে লিড দখলে রেখেছেন। অরুণ গোভিল পিছিয়ে মেরঠ কেন্দ্রে। শেষ পাওয়া খবরে, উত্তর প্রদেশের ৮০ আসনে ৩৮ আসনে বিজেপি এগিয়ে রেখেছে, ৪১ আসনে এগিয়ে সমাজবাদী পার্টি ও ১ আসনে কংগ্রেস এগিয়ে।
উত্তরপ্রদেশের বারাণসী আসন থেকে জয়ী হয়েছেন নরেন্দ্র মোদী। সেখানকার রাজ্য সভাপতি অজয় রাইয়ের কাছে প♑রাজিত হন তিনি। তবে মোদীর ভোটের শ⛄তাংশ অনেকটাই কমে যায়।
সমাজবাদী পার্টি অন্তত ৩৮টি কেন্দ্রে এগিয়ে রয়েছে বলে খবর। ডিম্পল যাদব বিরাট লিড পেয়েছেন বলে খবর। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বিজেপি প্র💧ার্থীর তুলনায় অনেকটা꧙ই এগিয়ে গিয়েছেন।
এমনকী যে অযোধ্য়ায় এবার রামমন্দির তৈরি হয়েছিꦚﷺল সেখানেও ভালো ফল করতে পারেনি বিজেপি। সমাজবাদী পার্টির অবদেশ প্রসাদ বিজেপি প্রার্থী লালল্ু সিংকে ৯৯৯১ ভোটে এগিয়ে যান।
সব মিলিয়ে এবারের ভোটে অযোধ্য়ায় কার্যত আশানুরূপ ফল করতে পারেনি 🐻বিজেপি। এর জেরে কার্যত নানা ধরনের কটাক্ষের মুখে পড়ছে বিজেপি।
একদিকে ভালোবাসার দোকান খুলে দ▨েশ জুড়ে ভালোবাসা বিলি করেছিলেন রাহুল গান্ধী। হয়েছিল ভারত জোড়ো যাত্রা। অন্যদিকে রামমন্দির করেও অযোধ্য়ায় আসন ধরে রাখতে পারল না বিজেপি।