অনলাইনে হবে সাঁতারের পরীক্ষা। করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে সাংহা𒊎ইয়ের বিশ্ববিদ্যালয়ের সেই ‘তাজ্জব’ সিদ্ধান্তে হতবাক হয়ে গেলেন নেটিজেনরা। কেউ কেউ তো অনলাইনে সাঁতার পরীক্ষা কেমন হতে পারে, তা দেখিয়েও দেন।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মে সাংহাই বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে যে স্নাতক স্তরের পরীক্ষার্থীরা বাড়ি থেকেই অনলাইনে ৫০ মিটারের সাঁতার পরীক্ষা দিতে পারবেন। চিনা সংবাদমাধ্যম জিমুকে উদ্ধৃত ক𓂃রে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের এক কর্মী দাবি করেছেন ﷽যে করোনার জেরে বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল বন্ধ আছে। সাঁতারের ক্লাসও চলছে না। সেই পরিস্থিতিতে অনলাইনে সাঁতার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমনিতে চিনের একাধিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে উত্তীর্ণ হওয়ার আগে সাঁতারের পরীক্ষায় পাশ করতে হয়। কারণ সাঁতারকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয়। সꦓেইসবের মধ্যেই অবশ্য চিনের বিশ্ববিদ্যালয়ের উদ্ভট সিদ্ধান্তে হেসে ꦉখুন হচ্ছেন নেটিজেনরা। ছড়িয়ে পড়েছে অসংখ্য মিম।
আরও পড়ুন: রোজ ব্যাট দিয়ে মারধর করেন স্ত্রী, CCTV ফু🍌টেজ নিয়ে আদালতে স্বামী!
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েবোতে একজন বলেছেন যে 'এটা সত্যিই কি ইন্টারনেট সার্ফিং?' অপর একজন বলেন, 'বাড়িতে কি বাথটবে সাঁতারꦑ কাটতে হবে?' এক টিকটক ব্যবহারকারী তো সাঁতারের চশমা পরে বিছানায় ঝাঁপ মের𒊎ে দেন। তারপর সাঁতার কাটার মতো অঙ্গভঙ্গি করেন।