রাজ্যসভায় বাদল অধিবেশন থেকে সাসপেন্ড হয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তবে তবুও কক্ষ থেকে বের হচ্ছেন না শান্তনু সেন। তাঁকে বারংবার আবেদন জানানো হলেও তিনি কক্ষে ঠাঁই হয়ে বসে রয়েছেন। প্রাথমিক ভাবে তাঁকে রাজ্যসভার অধ্যক্ষ বেঙ্কাইয়া নাইড়ু বেরিয়ে যেতে বলেন। বলেন, 'সভার কাজ ব্যাহত করবেন না।' পরে ১২টা পর্যন্ত সভা মুলতুবি করা হয়। এরপর ফের সভা শুরু হলে ফের দেখা যায় শান্তনু সেন সেখানেই বসে। এরপর সাংসদকে বেরিয় যেতে অনুরোধ করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন হরিবংশ নারায়ণ সিং।বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে বিবৃতি লেখা কাগজ ছিনিয়ে নিয়ে তা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল শান্তনু সেনের বিরুদ্ধে। এরপরই শান্তনু সেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর হয় কেন্দ্রীয় সরকার। এই নিয়ে আজ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করেন রাজ্যসভার নেতা পীযূশ গোয়েল, উপনেতা মুখতার আব্বাস নকভি এবং সংসদ বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরণ।শুক্রবার রাজ্যসভার অধিবেশন শুরু হতেই বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য রাজ্যসভা থেকে তৃণমূল সাংসদকে সাসপেন্ড করার দাবিতে প্রস্তাব পেশ করেন ভি মুরলীধরন। তাতে সম্মতি দিয়ে গোটা বাদল অধিবেশন থেকে শান্তনু সেনকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। তিনি বলেন, 'শান্তনু সেন, অনুগ্রহ করে রাজ্যসভা থেকে বেরিয়ে যান। কক্ষের কাজ হতে দিন।' এরপর গতকালের ঘটনা নিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন বিবৃতি দেওয়ার সময় তুমুল হই-হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।