প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী শান্তি ভূষণের জীবনাবসানের খবরে শোকের ছায়া দেশের রাজনৈতিক মহলে। প্রয়াণক✃ালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। উল্লেখ্য, আম আদমি পার্টির প্রতিষ্ঠার ক্ষেত🔜্রে অন্যতম উজ্জ্বল নাম ছিলেন শান্তি ভূষণ।
উল্লেখ্য দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এক বড় নাম শান্তি ভূষণ। মোরারজি দেশাইয়ের নেতৃত্বাধীন জনতা পার্টির সরকারে তিনি ছিলেন আইনমন্ত্রী। দেশের জরুরি অবস্থার পর সরকারে আসে মোরারজি দেশাইয়ের প্রশাসন। ১৯৭৭-৭৯ সাল পর্যন্ত তাঁর সরকার ছিল গদিতে। সেই সময়ই আইনমন্ত্রী হিসাবে দায়িত্বে ছিলেন শান্তি ভূষণ। উল্লেখ্য, জরুরি অবস্থার মতো এক কঠিন সময়ের পর দেশের আইন বিষয়ক মন্ত্রকের দায়িত্ব নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ নিয়েই এই মন্ত্রকের দায়িত্বে আসেন শান্তিভূষণ। উল্লেখ্য, তাঁর রাজনৈতিক জীবনের কর্মকাণ্ডের মধ্যে অন্যতম বড় অধ্যায় হয় ২০১২ সালে আম আদমি পার্টিক প্রতিষ্ঠায় অংশ নেওয়া। উল্লেখ্য, ২০১২ সালে দেশের জাতীয় রাজনীতি কাঁপিয়ে যখন আম আদমি পার্টি সরকারে আসে, তখন তাঁর প্রতিষ্ঠার অন্যতম নাম ছিলেন শান্তি ভূষণ। (বিয়ের প্রতিশ্র♓ুতি ভাঙার প্রতিটি ঘটনাই 'মিথ্যা প্রতিশ্রু🐎তি' নয়, SC দিল বড় রায়)