ফের ভাইরাল Shark Tank India-র বিচারক অশনীর গ্রোভার। 🎉নয়া এক ভিডিয়োয় মজার ছলে 'ধনী' এবং 'মধ্যবিত্তের' পার্থক্য দেখালেন BharatPe-এর সꦕহ-প্রতিষ্ঠাতা। সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিং সেই ভিডিয়ো।
ইনস্টাগ্রামে কৌꦯতুক অভিনেতা শুভম গৌর এই ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োতে তিনি অশনীর গ্রোভারের বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন। হাস্যকর ভিডিয়োটি দেখলেই বোঝা যায়, ধনী ও মধ্যবিত্তের জীবনধারণের পার্থক্য ঠিক কতটা।
ভিডিয়োর প্রথম অংশে দেখা যাচ্ছে, শুভম গাড়ি চালাচ্ছেন। ফোনে অশনীর। ত🃏াঁকে জিজ্ঞাসা করছেন কীভাবে তাঁর বাড়ি পৌঁছাবেন। এদিকে অশনীরের বাড়ি পৌঁছতে দেখা গেল, তাঁর ভ্যালে পার্কিংয়ের এলাহি ব্যবস্থা রয়েছে꧒। এমনকি নিরাপত্তাকর্মীও বিলাসবহুল ব্র্যান্ড Gucci-র জামা পরে আছেন। ব্যাপারস্যাপার দেখে বেজায় ঘাবড়ে গেলেন শুভম।
ভিডিয়োটি আমরা এর বেশি স্𒈔পয়েল করব না। আপনারা নিজেরাই দেখুন সে𒊎ই মজার ভিডিয়ো:
ভিডিয়োতে মজা করে এমন দেখালেও, বাস্তবে কিন্তু অশনীর খুব বেশি বিলাসিতা পছন্দ করেন না। শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়াতেই তিনি বলেছিলেন, তাঁর শখ বলতে দু'টি - বিদেশ ভ্রমণ ও দামি গাড়ি। এটুকু বাদ দিলে অতি সাধারণ জীবনযাপন করেন। এমনকি বন্ধুর বাড়ি গিয়ে মেঝেতেই বিছানা পেতে 🧸শুয়ে পড়েন কোটিপতি ব্যব🤪সায়ী।
তহবিল অপব্যবহারের অভিযোগের পর গত মার্চে ভারতপে-এর ব্যবস🃏্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন অশনীর। পরে তাঁকে এবং স্ত্রী মাধু෴রী জৈন গ্রোভারকে কোম্পানির বোর্ড থেকেও সরিয়ে দেওয়া হয়।উল্লেখ্য শীঘ্রই শুরু হচ্ছে শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার দ্বিতীয় মরশুম। ইতিমধ্যেই স্টার্ট-আপদের থেকে আবেদন নেওয়া শুরু করেছে সꦡোনি।
শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার সাতজন বিচারকদের মধ্যে একজন ছিলেন অশনীর। তিনি ছাড়াও ছিলেন, পীযুষ বনসল (লেন্সকার্টের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা), অনুপম মিত্তল (শাদি ডটকমের প্রতিষ্ঠাতা ও সিইও), বিনীতা সিং (সুগার কসমেটিকসের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা), নমিতা থাপার (এমকিউর ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক), অমন গুপ্ত (বোটের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান বিপণন কর্মকর্তা), এবং গজল আলঘ (মামা আর্থের সহ-প্রতিষ্ঠাতা)।